ফরাসি ওপেনের মুকুট শিয়াওতেকের
১১ অক্টোবর ২০২০ ১১:১০ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১১:২৫
এর আগে পোল্যান্ডের কোনো নারী ফরাসি ওপেনের শিরোপা জিততে পারেননি। রোববার তাই ১৯ বছর বয়সী ইগা শিয়াওতেকের দিকে তাকিয়ে ছিল পুরো পোল্যান্ড। পোলিশদের হতাশ করেননি টিনএজার শিয়াওতেক। যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে সরাসরি সেটে হারিয়ে প্রথম পোলিশ নারী হিসেবে ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন তিনি।
ফাইনালে আজ ইউএস ওপেন জয়ী কোনিনকে ৬-৪, ৬-১ সেটে হারিয়েছেন শিয়াওতেক। ফরাসি ওপেনের এবারের পুরো টুর্নামেন্টেই কী পারফর্ম-ই না করে দেখালেন পোলিশ সুন্দরী। অবাছাই শিয়াওতেক ক্লে কোর্টের আসরে ফাইনালসহ সাত ম্যাচ খেলে হারেননি একটি সেটও! টানা ১৪ সেট জিতে শিরোপা নিশ্চিত করেছেন। কে বলবে তার বয়স মাত্র ১৯ বছর!
গত ২৮ বছরে তার চেয়ে কম বয়সে কেউ ফরাসি ওপেন জিততে পারেননি। ১৯৯২ সালে মনিকা সেলেস ফরাসি ওপেনের শিরোপা জিতেছিলেন ১৮ বছর বয়সে।
২০০১ সালের ৩১ মে জন্ম শিয়াওতেক এখন র্যাংকিংয়ের ৫৪ তম অবস্থানে। ১৯৭৫ সালে নারীদের বিশ্ব র্যাংকিং চালু হওয়ার পর থেকে এতো নিম্নস্থান থেকে ফরাসি ওপেন জিততে পারেননি আর কেউ।
এমন সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছাসে ভেসে যাচ্ছেন শিয়াওতেক। ম্যাচ শেষে বলছিলেন, ‘আমি বুঝতে পারছি না কী ঘটছে। আমি খুবই খুশি। মাত্র দুই বছর আগে আমি জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলাম আর এখন আমি এখানে। মনে হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে সবকিছু ঘটে গেল। আমি পুরোপুরি অভিভূত।’