Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে হারিয়ে নেশনস লিগে জার্মানির প্রথম জয়


১১ অক্টোবর ২০২০ ০২:৪৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৩:৫৮

উয়েফা নেশনস লিগের শুরুটা জার্মানি সুলভ হয়নি জার্মানদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই ড্র করে পয়েন্ট খুয়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল জোয়াকিম লোর দল। ইউক্রেনের ঘরের মাঠ কিয়েভে ম্যাথিয়াস গিন্টার এবং লেওন গোরেতজেকার গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ডাই ম্যানশকাফটরা।

পড়ুন: সুইজারল্যান্ডকে হারিয়ে ছুটছে স্পেনের জয়রথ

মাঠের খেলায় জার্মানদের সময়টা খুব বেশি সুখকর কাটছে না। ইউক্রেনের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শেষ তিন ম্যাচে জয়হীন ছিল ডাই ম্যানশকাফটরা। এর ভেতর দুটি উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচ আর শেষ ম্যাচটি ছিল তুরস্কের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি হারলে কিংবা ড্র করলে নেশনস লিগের পরবর্তী রাউন্ডে খেলার সমীকরণটা বেশ কষ্টকর হত জার্মানদের জন্য। তবে এদিন ম্যাথিয়াস গিন্টার এবং লেওন গোরেতজেকা ত্রাতা হয়ে আসে জার্মানদের। তাদের দুইজনের গোলেই তিন ম্যাচ পরে জয়ের মুখ দেখে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

করোনায় বিধ্বস্ত ইউক্রেন স্কোয়াডের সঙ্গে পূর্ণ শক্তির দল মাঠে নামা জোয়াকিম লো। ইনজুরি থেকে এই ম্যাচে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস। এছাড়াও শুরুর একাদশে ছিলেন সার্জ গ্ন্যাব্রি, জুলিয়ান ড্রাক্সালার এবং লিওন গোরেতজেকারা। আর দুর্দান্ত মধ্যমাঠের সঙ্গে আক্রমণভাগ এদিন কিয়েভে ইউক্রেনের ঘরের মাঠে তাদেরই নাস্তানাবুদ করে ছাড়ে।

খেলার স্কোরলাইন যদিও বলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তবে খেলার মাঠের চিত্র ছিল ভিন্ন আর পরিসংখ্যানও ভিন্ন দিকেই ইঙ্গিত দেয়। এদিন চিরচেনা জার্মানির দেখা মিলেছে। যারা আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে ফেলে। এদিন জার্মানদের দখলে ছিল প্রায় ৭৩ শতাংশ বল। কেবল বলের দখলই নয় সেই সঙ্গে আক্রমণেও দুর্দান্ত ডাই ম্যানশকাফটরা। গোরেতজেকা, গ্ন্যাব্রি আর ড্রাক্সলাররা ১৭টি শট নিয়েছে গোলবরাবর, গোলের টনি ক্রুস, জশুয়া কিমিচরা মিলে তৈরি করেছেন ১৪টি গোলের সুযোগ যার মধ্যে ৬টি বড় সুযোগ ছিল।।

বিজ্ঞাপন

দুর্দান্ত এমন আক্রমণে জার্মানদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ২০ মিনিট পর্যন্ত। ডি বক্সের ভেতরে গিন্টারকে উদ্দেশ করে দুর্দান্ত এক ক্রস করেন অ্যান্তোনিও রুডিগার। আর ডি বক্সের ভেতরে ঠান্ডা মাথায় ফিনিস করে জার্মানদের ১-০ গোলে এগিয়ে নেন ম্যাথিয়াস গিন্টার। প্রথমার্ধে আরও কিছু সহজ সুযোগ পেয়েছিল ক্রুসরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের ব্যবধান আর বাড়েনি।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্ম রূপ ধারণ করে লো’র শিষ্যরা। আর ফলাফল হাতেনাতেও মেলে। ম্যাচের ৪৯তম মিনিটে ইউক্রেন গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন লেওন গোরেতজেকা। আর জার্মানরা এগিয়ে ২-০ গোলের ব্যবধানে। এরপর দুর্দান্ত আক্রমণে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় জার্মানরা। তবে ম্যাচের ৭৫ মিনিটে ডি বক্সের ভেতর ইউক্রেন ফরোয়ার্ড রোমানকে ফাউল করে বসেন নিকালাস সুলে। আর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ইউক্রেনের হয়ে গোল করেন রাসলান মিলানোভস্কি।

শেষ গোলের আরও কিছু সহজ সুযোগ হাতছাড়া করে জার্মানরা। আর তাতেই ২-১ গোলের ব্যবধানে জয়েই সন্তুষ্ট থাকতে হয় জোয়াকিম লোর দলের। এই জয়ে উয়েফা নেশনস লিগে ১, গ্রুপ ৪’র দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। ৩ ম্যাচে ২ ড্র এবং ১ হয়ে ৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে জার্মানি। আর সমান ম্যাচে ২ জয় আর ১ ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

ইউক্রেন বনাম জার্মানি উয়েফা নেশনস লিগ গ্রুপ পর্ব জার্মানির প্রথম জয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর