Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে রোমাঞ্চিত শান্ত


১০ অক্টোবর ২০২০ ১৮:৫৪

রাত পোহালেই ‘ক্রিকেট মহাজ্ঞ’ শুরু। মহাজ্ঞ শব্দটাতে হয়তো আপত্তি তুলবেন অনেকে। দেশে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হচ্ছে না, আলোচিত কোন সিরিজও নয়। তবে দীর্ঘ সাত মাসের অচলাবস্থা ঘুচিয়ে দেশে ক্রিকেটের একটা জমজমাট টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে ‘মহাজ্ঞ’ শব্দটাতে সবাই আপত্তি তুলবেন না নিশ্চয়।

মহামারী করোনাভাইরাস যখন বিশ্বকে আতঙ্কিত করে তুলল বাংলাদেশি ক্রিকেটাররা তখন জিম্বাবুয়ে সিরিজ শেষ করে প্রিমিয়ার লিগ খেলছিলেন। করোনার কারণে ব্যাট-বলের রোমাঞ্চ সেই যে বন্ধ হলো শুরু হয়েছে অক্টোবরে এসে। শ্রীলঙ্কা সিরিজ শেষ মুহূর্তে ভেস্তে যাওয়াতে জাতীয় দল এবং তার আশেপাশে থাকা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কদিন আগে। গত মার্চের পর সেটাই ছিল বাংলাদেশি ক্রিকেটারদের প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট।

বিজ্ঞাপন

তবে ওই দুই ম্যাচের চেয়ে কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে টুর্নামেন্টের মাহত্ব অনেকটাই বেশি। এখানে প্রতিযোগিতার ঝাঁঝ বেশি। প্রতিযোগিতার পরিধি বড়, গুরুত্বও বেশি। চ্যাম্পিয়ন দলকে শিরোপা দেওয়া হবে। এই টুর্নামেন্টের মধ্যদিয়ে এক সঙ্গে ক্রিকেটে ফিরছেন দেশের ৫০-৬০ জন ক্রিকেটার। তরুণ নাজমুল হোসেন শান্ত বেশ রোমাঞ্চিত তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে।

কাল বাংলাদেশ সময় বেলা দেড়টায় মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর একাদশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক বনে যাওয়া তরুণ ব্যাটসম্যান বলছিলেন, ‘অবশ্যই ভালো লাগছে। কখনো তো এতদিন মাঠের বাইরে থাকি নাই। মাঠে এমন একটা সিরিজ শুরু হচ্ছে। অবশ্যই অনেক রোমাঞ্চিত। আশা করছি খুব ভালো একটা সিরিজ হবে।’

বিজ্ঞাপন

ক্রিকেটারদের ভাগ করে তিনটি দল তৈরি করার দায়িত্বটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। নির্বাচনে শান্ত একাদশ হয়েছে বেশ তারুণ্যনির্ভর। অভিজ্ঞ বলতে কেবল এক মুশফিকুর রহিমই আছেন। শান্ত বললেন, তার দল নিয়ে তিনি খুশি, ‘প্রত্যেকটা টিমই ভালো। অবশ্যই প্রত্যাশা অনেক বেশি। আমাদের যেই দল হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আশা করছি আমরা যদি ন্যাচারাল খেলাটা খেলতে পারি তাহলেই ভালো কিছু হবে। সব মিলিয়ে আমাদের দল ভালো হয়েছে। তিনটা দলই খুব ভালো। আমাদের যেটা ইতিবাচক দিক ফিল্ডিং বিভাগটা খুব ভালো যেহেতু দলে অনেক তরুণ। সঙ্গে বোলিং ব্যাটিং তো আছেই। আশা করছি তিন বিভাগেই ভালো কিছু হবে।’

হিসেব মতে মুশফিকের নেতৃত্ব দেওয়ার কথা এই একাদশের। অনেকদিন ধরে নেতৃত্বকে মুশফিকের অনেকটা এড়িয়ে চলার কারণেই হয়তো অধিনায়ক বনে গেছেন শান্ত। তরুণ ক্রিকেটার বললেন, তার আশা মুশফিকের মতো একজনের কাছ থেকে অনেক শিখতে পারবেন তিনি, ‘এটা অনেক বড় বিষয়। উনি দলে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। উনার কাছ থেকে অনেক বড় কিছু আশা করি। আমরা সবাই জানি উনি উনার খেলার প্রতি কতটা ডেডিকেটেড। আশা করি ভালো কিছুই হবে।’

নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্টান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।

তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর