ট্রফি তুমি কার?
১০ অক্টোবর ২০২০ ১৮:১৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৮:৪০
ট্রফি তুমি কার? তামিম ইকবালের নাকি মাহমুদউল্লাহ রিয়াদের অথবা নাজমুল হোসেন শান্তর? না, সে কথা এখুনি বলা যাচ্ছে না। তাছাড়া খেলাটি যেহেতু ক্রিকেট সেহেতু আগ বাড়িয়ে বলাটা বোধ হয় আরো দৃষ্টিকটু। কেননা চকিতেই এখানে ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। তবে আপাতত এই তিনজনই ট্রফি নিজেদের বলে আশাবাদ ব্যক্ত করতে পারেন। আর সেই লক্ষ্যেই তিন অধিনায়ক কাঁধেকাঁধ মিলিয়ে প্রেসিডেস্ট’স কাপ ট্রফি উন্মোচন করলেন।
শনিবার (১০ অক্টোবর) টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তারা এই অনুষ্ঠানে অংশে নেন।
ট্রফি উন্মোচনকালে অবশ্য তিন অধিনায়কই চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন: শিরোপায় চোখ মাহমুদউল্লাহর
তামিম ইকবাল একাদশের দলপতি তামিম বলেছেন, ‘অবশ্যই,চেষ্টা করব। যেহেতু টুর্নামেন্টে আমরা একটা টিম তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা। যেটা বললাম, ইচ্ছে তো সবারই থাকবে, কিন্তু দিনশেষে যে মাঠে ভালো খেলবে সেই জিতবে।’
দর্শকরাই ক্রিকেটের প্রাণ। কিন্তু ১২ দিনের এই টুর্নামেন্টে হোম অব ক্রিকেট মিরপুরে সেই প্রাণের উল্লাস দেখা যাবে না। কেননা করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধীকার দিয়ে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তাই পুরো টুর্নামেন্টে দর্শক মিস করবেন জানালেন তামিম।
‘দর্শকদের অবশ্যই মিস করব, কারণ সাধারণত আমরা এরকম টুর্নামেন্ট খেলতে পারি না। আমাদের ধরেন জাতীয় দলের ব্যস্ত সূচি থাকে, প্রিমিয়ার লিগ খেলি। তবে এরকম ওয়ানডে তিনটি দল ভাগ হয়ে খুব কম হয়। দেশের পরিস্থিতি যদি ভালো হতো অবশ্যই দর্শকরা খুব উপভোগ করত।’
তামিমের মতো মাহমুদউল্লাহ একাদশের দলপতি মাহমুদউল্লাহ রিয়াদও শিরোপায় চোখ স্থির করেছেন।
‘আশা আছে তো অবশ্যই চ্যাম্পিয়ন হবার। তারচেয়েও বড় কথা যে, এটা আমাদের দেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি সব দিক দিয়েই সেরা খেলোয়াড় যারা তারাই হয়তোবা খেলছে। এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো প্রতিযোগিতা আমাদের প্রমাণের জন্য। অনেকদিন পর যেহেতু আমরা মাঠে নামছি তো আমাদের সবার ভেতরই তো একটা কৌতুহল কাজ করবে বা আপনি উৎসাহ বলতে পারেন বা যেভাবে আপনি বলতে করতে চান, তো সেদিক থেকে বলি এটা ভালো একটা দিক।’
কম যান না নাজমুল হোসেন শান্তও। আর যাই হোক ট্রফি হাত ছাড়া করা যাবে না বলে চোয়ালবদ্ধ তরুণ এই টাইগার দলপতি। ‘আমাদের যেই দল হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আশা করছি আমরা যদি ন্যাচারাল খেলাটা খেলতে পারি তাহলেই ভালো কিছু হবে।’
রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টায় পর্দা উঠছে বহুল প্রতিক্ষীত এই টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্ত একাদশ।
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্টান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্টান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
স্টান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
এইচপি টিম টপ নিউজ তামিম একাদশ প্রেসিডেন্ত'স কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাহমুদউল্লাহ একাদশ শান্ত একাদশ শিরোপা