শিরোপায় চোখ মাহমুদউল্লাহর
১০ অক্টোবর ২০২০ ১৭:৪৮
রাত পোহালেই মিরপুর শের-ই-বাংলায় গড়াচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট-প্রেসিডেন্ট’স কাপ। মূলত এর মধ্য দিয়েই করোনার দপটে সাত মাস বন্ধ থাকার পর প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলছেন জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের ক্রিকেটাররা। সেই টুর্নামেন্টের শিরোপা জিতে বাজিমাৎ করতে চাইছেন মিস্টার কুল মাহমুদউল্লাহ রিয়াদ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্ত একাদশ। দল বিবেচানায় ব্যাটিংয়ে টপ অর্ডার থেকে শুরু করে লেট মিডল অর্ডার আর বোলিংয়ে স্পিন বিভাগ ও পেস বিভাগ; বেশ ভারসাম্যপূর্ণ বলে মত তার। শিরোপা জয়ে এখানেই নিজেদের শক্তিমত্তা দেখছেন উদ্বোধনী ম্যাচের এই দলপতি।
শনিবার (১০ অক্টোবর) হোয়াটসঅ্যাপে বিসিবি’র পাঠানো ভিডিও বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘আশা আছে তো অবশ্যই চ্যাম্পিয়ন হবার। তারচেয়েও বড় কথা এটা আমাদের দেশের সবচেয়ে প্রমিজিং এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি সব দিক দিয়েই সেরা খেলোয়াড় যারা তারাই হয়তোবা খেলছে। এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো প্রতিযোগিতা আমাদের প্রমাণের জন্য। অনেকদিন পর যেহেতু আমরা মাঠে নামছি তো আমাদের সবার ভেতরই তো একটা কৌতুহল কাজ করবে। আপনি উৎসাহ বলতে পারেন বা যেভাবে আপনি বর্ণনা করতে চান, তো সেদিক থেকে বলি এটা ভালো একটা দিক।’
‘দল মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। টপ অর্ডার টু লেট মিডল অর্ডার, স্পিনিং সাইড, পেস বোলিং ইউনিটও খুব ভালো হয়েছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে বেশ ভারসাম্যপূর্ণ দল।’ যোগ করেন মাহমুদউল্লাহ।
রোববার (১১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্টান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্টান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।
টপ নিউজ নাজমুল হোসেন শান্ত প্রেসিডেন্টস কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ বনাম নাজমুল হোসেন শান্ত একাদশ