ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ সবাই করোনা পরীক্ষায় পাস
১০ অক্টোবর ২০২০ ১৭:১০ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৭:১৫
তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট-প্রেসিডেস্ট’স কাপ সামনে রেখে গতকাল ৫১ ক্রিকেটার, কোচ, ম্যানেজার, সাপোটিং স্টাফ, টিমবয়, টিম হোটেল-সোনারগাঁও হোটেলের স্টাফ, টিম বাসের ড্রাইভার আর মাঠকর্মী মিলে মোট ১২৬ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলোদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ভালো খবর হলো, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের কেউই করোনা পজিটিভ নন। সবাই পাশ করে গেছেন।
তবে টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর দুজন স্টাফের করোনা ধরা পড়েছে।
শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানিয়েছেন, ‘ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ ও মাঠকর্মীদের কেউ পজিটিভ নন। সবাই নেগেটিভ। তবে হোটেলে সোনারগাঁও প্যান প্যাসিফিকের দুজন স্টাফ পজিটিভ।’
করোনা পরীক্ষা করোনা পরীক্ষায় উত্তীর্ণ ক্রিকেটারদের করোনা পরীক্ষা বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)