Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫ বলের সেঞ্চুরিতে বিপিএলের শেহজাদকে পেছনে ফেললেন খুশদিল


১০ অক্টোবর ২০২০ ১৬:১২ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৭:৩৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ। পাকিস্তানি কোনো ক্রিকেটারের সেটাই ছিল দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শুক্রবার (৯ অক্টোবর) এই রেকর্ডে নিজের নাম লিখে নিয়েছেন খুশদিল শাহ। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন খুশদিল।

সাউদার্ন পাঞ্জাব বনাম সিন্ধের মধ্যকার ম্যাচে কাল সেঞ্চুরি হলো দুটি। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা সিন্ধের ওপেনার খুররাম মঞ্জুর সেঞ্চুরি করেছেন। ৫৮ বলে ১০ চার ৬ ছয়ে ১০৮ রান করেছেন তিনি। তিনে নেমে ৩৭ বলে ৫৮ করেছেন আসাদ শফিক। যাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে সিন্ধ।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে পাঞ্জাব ৪৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়ে বসলে কে ভেবেছিল ম্যাচটা শেষ অবদি জিতবে পাঞ্জাবই। খুশদিল শাহ অভাবনিয় কাজটাই করে দেখিয়েছেন। সঙ্গী হিসেবে পেয়েছিলেন হুসাইন তালাতকে।

পঞ্চম উইকেট জুটিতে ১২৭ রান তোলেন দুজন, সেটাও মাত্র ৫৪ বল খেলে। ৩৫ বলে ১০০ পূর্ণ করা খুশদিল ফিরেছেন ৩৬তম বলে। তার ইনিংসে চার ৮টি, আর ছক্কা ৯টি। তালাত ৩৬ বলে করেছেন ৬২ রান। ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য ২১৭ রান তুলে ফেলে পাঞ্জাব।

খুশদিল টর্নেডো সেঞ্চুরিটি করেছেন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে। অতীতে তিনের নিচে ব্যাটিং করতে নেমে এর চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। আগের রেকর্ডটিও ছিল ৩৫ বলের। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে পাঁচ নম্বরে নেমেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন ডেভিড মিলার।

সব মিলিয়ে বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।

বিজ্ঞাপন

আহমেদ শেহজাদ খুশদিল শাহ পাকিস্তান ক্রিকেট পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর