Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’


৯ অক্টোবর ২০২০ ১৩:৪৮

দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদের ঢেউ উঠেছে সর্বস্থরে। সিলেটের এমসি কলেজের ছাত্র হোস্টেলে তরুণীকে গণধর্ষণের পরপরই নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে একের পর এক ধর্ষণের খবর প্রকাশ পেয়েই যাচ্ছে। নারীর প্রতি নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে দেশের সর্বস্থরের মানুষ। তারকা ক্রিকেটাররাও শামিল প্রতিবাদকারীদের দলে।

বিজ্ঞাপন

ক্রিকেটাররা আলাদা আলাদাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদি বার্তা দিয়েছেন। আজ শুক্রবার (৯ অক্টোবর) এক সঙ্গে প্রতিবাদের বার্তা দিলেন দেশের তারকা পাঁচ ক্রিকেটার। যুক্ত এক ভিডিও বার্তায় ধর্ষণ, ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুমিনুল হক ও সৌম্য সরকার।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন সত্যিকারের মানুষ হোন।’

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ একতাবদ্ধ হয়ে ধর্ষকদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন, ‘এখন সময় এসেছে। আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি। এবং এদের মুখশ খুলে দিই।’

টেস্ট অধিনায়ক মুমিনুর হক নারীর প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছেন, ‘চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি। এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’

প্রতিটা পরিবারেই নারী আছে, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেটা মনে করিয়ে দিয়েছেন, ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যদের কথাটা ভাবুন এবং দেশের প্রতিটা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’ ড্যাশিং টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার বলেছেন, ‘নারীকে সম্মান করুণ সত্যিকারের মানুষ হোন।’

গণধর্ষণ তামিম ইকবাল মাহমুদউল্লাহ মুমিনুল হক মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর