Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ইংলিশ তরুণে বিধ্বস্ত ওয়েলস


৯ অক্টোবর ২০২০ ১১:১৬

হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, জর্ডান পিকফোর্ডের মতো বড় তারকাদের বাইরে রেখে তারুণ্যনির্ভর দল সাজিয়েছিলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। প্রীতি ম্যাচ আর ওয়েলসের মতো প্রতিপক্ষ বলেই হয়তো! তবে তারকাদের বদলে ইংলিশ কোচ যাদের ওপর ভরসা রেখেছেন সেই তরুণরা হতাশ করেননি। গোল পেয়েছেন তরুণ ডমিনিক ক্যালভার্ট-লুইন, কনর কোডি ও ড্যানি ইঙ্গস। ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড।

ডমিনিক ক্যালভার্ট-লুইন, কনর কোডি ও ড্যানি ইঙ্গস তিনজনই ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল পেয়েছেন আজ। ইংল্যান্ডের হয়ে এক ম্যাচে তিন ফুটবলারের গোলের খাতা খোলার ঘটনা সর্বশেষ ঘটেছিল সেই ১৯৬৩ সালে।

বিজ্ঞাপন

আজ ম্যাচের ২৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটা করেন লুইন। ক্লাব ফুটবলে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তরুণ তারকা। এভারটনের হয়ে এরই মধ্যে দুই হ্যাটট্রিকে করেছেন ৯ গোল। জাতীয় দলের অভিষেকটাও রাঙালেন। জ্যাক গ্রিলিশের দারুণ এক ক্রসে হেড করে গোল করেন লুইন।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইংলিশরা। ডান দিক থেকে আসা কিরান ট্রিপিয়ারের ক্রস ধরে দারুণ এক হাফ-ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন কোডি। ড্যানি ইঙ্গস গোল পেয়েছেন ম্যাচের ৬৩ মিনিটে। কর্ণার থেকে উড়ে আসা বল হেডে ইঙ্গসের কাছে পাঠান টাইরান। ফাঁকায় দাঁড়ানো ইঙ্গস গোল করতে ভুল করেননি।

এরপরও সুযোগ তৈরি করেছিলেন ইংলিশরা, তবে গোল হয়নি। যাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। ইংলিশদের সাফল্যের মধ্যে ওয়েলসের রক্ষণদূর্বলতা আরেকবার ফুটে উঠল আজ। তিনটি গোলের সময়ই ওয়েলসের রক্ষণ ছিল ছন্নছাড়া। প্রতিবারই গোল দাতা ছিলেন অরক্ষিত।

বিজ্ঞাপন

আগামী রোববার থেকে নেশন্স লিগের মিশন শুরু হচ্ছে ইংল্যান্ডের। ঘরের মাঠে সেদিন বেলজিয়ামের মোকাবিলা করবেন ইংলিশরা। তিন দিন পর ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেনমার্ক।

এদিকে, আজ দিনের অপর প্রীতি ম্যাচে আইভরি কস্টের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ ইংল্যান্ড ফুটবল ওয়েলস ফুটবল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর