তিন দলের টুর্নামেন্টের নাম ‘প্রেসিডেন্ট’স কাপ’
৮ অক্টোবর ২০২০ ১৬:৫৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ১৭:০৫
চলতি মাসের ১১ থেকে ২৩ তারিখ মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। যার নামকরণ করা হয়েছে প্রেসিডেন্টস কাপ।
৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী তিনটি দলের নামকরণও করা হয়েছে। তিন দলের নাম দেওয়া হয়েছে তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। ইতোমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে গত ৬ অক্টোবর টুর্নামেন্টের দিন তারিখ চূড়ান্ত হলেও নাম চূড়ান্ত হয়নি। কিন্তু আজ বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বহুল অপেক্ষিত সেই নাম জানালেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিসিবি চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নামটি জানান।
নিজাম উদ্দিন বলেন, ‘আমরা তিন দলের ৫০ ওভারের যে টুর্নামেন্টটা আয়োজনের পরিকল্পনা করেছি, আমরা বলছি এটা নাম হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এভাবেই এটার নামকরণ করা হয়েছে। আপনারা জানেন যে এটা ১১ তারিখে শুরু হবে এবং ফাইনালে ম্যাচ ২৩ তারিখে।’
টুর্নামেন্টটি আয়োজনে কোন পৃষ্ঠপোষক নেয়ার পরিকল্পনা বিসিবি এখনো নেয়নি বলেও জানান সিইও।
‘এটা বিসিবির আয়োজনেই করা হচ্ছে। আমাদের শীর্ষ প্রায় ৫০ প্লেয়ার এখানে অংশগ্রহন করবে। বিসিবির নিজম্ব ব্যবস্থাপনায় সবসময় টুর্নামেন্ট আয়োজন করা হয়, স্পন্সর নেয়া হয় এটাও ঠিক। এই টুর্নামেন্টর জন্য আমাদের যে পরিকল্পনা সেখানে স্পন্সর নেয়ার কোন পরিকল্পনা এখনো নেইনি।’
করোনাকালে ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটাররা আর্থিকভাবে যথেষ্টই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাহলে কি এই টুর্নামেন্টে ক্রিকেটারদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে নিজাম উদ্দিনের জবাব ছিল, ‘অর্থনৈতীক ব্যাপারগুলো অবশ্যই আমাদের বিবেচনায় আছে। কিন্তু কী ফর্মে দিব বা এটাকে অ্যাড্রেস করা যাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং কিছু কিছু পরিকল্পনা আমাদের অবশ্যই রয়েছে। এই টুর্নামেন্টে না হলেও পরবর্তীতে আমাদের যে আরেকটা লিগ বা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে সেখানে একটা বিষয় তো থাকবেই।’
মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি ১৩, তৃতীয়টি ১৫, চতুর্থটি ১৭,পঞ্চমটি ১৯, ষষ্ঠটি ২১ ও ফাইনাল ম্যাচ ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রতিটি ম্যাচই দিবা রাত্রির।