Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার রোমাঞ্চকর জয়


৮ অক্টোবর ২০২০ ০৪:৩৫

আইপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস। কেকেআরের ছুঁড়ে দেওয়া ১৬৮ রানের জয়ের লক্ষ্য তখন হাতের মুঠোয় মনে হচ্ছিল চেন্নাইয়ের। তবে ম্যাচের শেষ ১০ ওভারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে কলকাতা। শেষ পর্যন্ত চেন্নাই থামে ১৫৭ রানে আর কলকাতা তুলে নেয় ১০ রানের রোমাঞ্চকর জয়।

কলকাতার ছুঁড়ে দেওয়া ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনার শেন ওয়াটসন এবং ফাফ ডু প্লেসিস শুরটা দুর্দান্ত করে। ডু প্লেসিস দলীয় ৩০ রানে ফিরলেও অর্ধশতক তুলে নিয়ে চেন্নাইকে জয়ের পথেই রাখেন ওয়াটসন। ম্যাচের ১৩তম ওভারে এসে দলীয় ৯৯ রানে এসে দ্বিতীয় উইকেটের পতন ঘটে চেন্নাইয়ের। তখনও ম্যাচটা হাতের মুঠোয় চেন্নাইয়ের।

বিজ্ঞাপন

পড়ুন: র‍্যাবিটহোলের স্পোর্টস চ্যানেলে সাবস্ক্রাইবার ৪০ লাখ ছাড়িয়েছে

তবে চেন্নাইয়ের কাল হয়ে দাঁড়ায় আমবাতি রাইডুর (৩০) উইকেট হারানোটাই। ওয়াটসনের সঙ্গে ৬৯ রানের দুর্দান্ত জুটি ভাঙার পর। এরপরের ওভারে ওয়াটসন (৫০), ১৭তম ওভারে ধোনি (১১) এবং ১৮তম ওভারে স্যাম কুররান (১৭) ফিরলে জয়ের আশা নিভতে থাকে চেন্নাইয়ের। মুলত ওয়াটসন ফিরে যাওয়ার পরেই রানের চাকা থমকে যায় চেন্নাইয়ের।

ওয়াটসন যখন আউট হয়ে ক্রিজ ছাড়েন তখন ৪১ বলে ৬৭ রানের প্রয়োজন চেন্নাইয়ের হাতে তখনও ৮টি উইকেট। এরপর কলকাতার ভারুণ চক্রবর্তী এবং প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে চেন্নাই। আর তাতেই কলকাতার ১০ রানের জয় নিশ্চিত হয়। কলকাতার হয়ে একটি করে উইকেট নেন নারিন, রাসেল।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। কলকাতার উদ্বোধনী ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি ৫১ বলে ৮১ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তিনি ছাড়া ব্যর্থ হয় কলকাতার বাকি সব ব্যাটসম্যানরাই। কেকেআরের হয়ে এদিন দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সুনীল নারিন এবং প্যাট কামিন্সের ব্যাট থেকে। দুজনই করেন ১৭ রান। এছাড়া ১২ রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক এবং ১১ রান করেন শুভমন গিল।

শেষ পর্যন্ত কলকাতা নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে। চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন ডয়ানে ব্রাভো, আর দুটি করে উইকেট নেন স্যাম কুরান, শারদুল ঠাকুর এবং কারান শর্মা।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল আরব আমিরাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতা নাইট রাইডার্স কলকাতার জয় কেকেআর বনাম সিএসকে চেন্নাই সুপার কিংস

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর