Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের জালে ফ্রান্সের ৭ গোলের উৎসব


৮ অক্টোবর ২০২০ ০৩:০১ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ০৩:১৫

ক্লাব ফুটবলের বিরতিতে আবারও সরব আন্তর্জাতিক ফুটবল। ইউক্রেনের স্কোয়াডে করোনার হানায় শঙ্কা দেখা দিয়েছিল ম্যাচ মাঠে না গড়ানোর। তবে শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়িয়েছে আর এদিন ইউক্রেনের জালে গোল উৎসব করেছে ফ্রান্স। অলিভার জিরুডের জোড়া গোলের পর কিলিয়ান এমবাপে এবং অ্যান্তোনি গ্রিজম্যানের দুর্দান্ত পারফরম্যান্সে ৭-১ গোলের ব্যবধানে ইউক্রেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

দিদিয়ের দেশাম্পের দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়। আগামী সপ্তাহেই উয়েফা নেশনস লিগের ম্যাচে মাঠে নামার আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ মিলেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিন প্রধান দল থেকে রাফায়েল ভারান, কিলিয়ান এমবাপে এবং অ্যান্তোনিও গ্রিজম্যানদের বিশ্রামে রেখেই দল সাজিয়েছিলেন দেশাম্প।

বিজ্ঞাপন

এমবাপে-গ্রিজম্যানদের ছাড়ায় ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৯ম মিনিটে তরুণ এডুয়ার্ড কামাভিঙ্গার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে ১-০’তে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ২৪ মিনিটে কোরেন্টিন টোলিসোর অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন অলিভার জিরুড। এর মিনিট দশেক পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন জিরুড। এটি তার ক্যারিয়ারের ৪২তম আন্তর্জাতিক গোল। জিরুডের গোলের মাত্র মিনিট পাঁচেক পর ফ্রেঞ্চরা এগিয়ে যায় ৪ গোলের ব্যবধানে। এবার অবশ্য ইউক্রেনের ডিফেন্ডার ভিতালি মায়কোলেঙ্কোর আত্মঘাতি গোলে ৪-০’তে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণে ভারান আর আক্রমণভাগে গ্রিজম্যান-এমবাপেকে মাঠে নামান দেশাম্প। আর এরপরেই ম্যাচের ৫৩ মিনিটে এক গোল পরিশোধ করে ইউক্রেন। দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে ম্যাচের ৬৫ মিনিটে কোরেন্টিন টোলিসোর গোলে অ্যাসিস্ট করে নিজের জানান দেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স এগিয়ে ৫-১ গোলে। এরপর ৮২ মিনিটে বেন ইয়াডেরের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান কিলিয়ান এমবাপে। আর ম্যাচের অন্তিম মুহূর্তে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে ৭-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নেদারল্যান্ডস বনাম মেক্সিকো ফ্রান্স বনাম ইউক্রেন সুইজারল্যান্ড বনাম ক্রোয়েশিয়া