Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো আফিফ-আকবরদের অনুশীলন ক্যাম্প


৭ অক্টোবর ২০২০ ১৬:৩৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২০ ২০:০২

ফিটনেস ও স্কিল অনুশীলনের মধ্য দিয়ে শুরু হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র হাই পারফরম্যান্স (এইচপি) দলের ট্রেনিং ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিনের অনুশীলনে স্কোয়াডে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের মধ্যে ২৪ জনই যোগ দিয়েছেন। তবে ব্যক্তিগত কারণে যোগ দিতে পারেননি অনু-১৯ বিশ্বজয়ী দলের পেসার শরিফুল ইসলাম। অবশ্য আগামীকালই তাকে অনুশীলনে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

বুধবার (৭ অক্টোবর) অনুশীলনের শুরুটা হয়েছে বিপ টেস্ট ও ফিটনেস ট্রেনিং দিয়ে। হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলার ইনডোরে প্রথমে বিপ টেস্ট টেস্ট দিয়েছেন এইচপি দলের সদস্যরা। এরপর অনুষ্ঠিত হয়েছে তাদের ফিটনেস অনুশীলন। ফিটনেস অনুশীলন শেষে দুপুর ২টায় জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলীরা।

বিজ্ঞাপন

এইচপির ২৫ জনের এই বহরে যুব বিশ্বকাপ জয়ী দলের ১২ ক্রিকেটার আছেন। তারা হলেন; আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরিফুল ইসলাম, অভিষেক দাস, শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।

২৫ সদস্যের অপর ১৩ জন হলেন; আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মিনহাজুল আবেদীন আফ্রিদী, আমিনুল ইসলাম বিপ্লব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, এস কে মেহেদি হাসান, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন।

আগামী ১১-২৩ অক্টোবর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিন দলের ওয়ানডে সিরিজে বিশ্বজয়ী দলের ১০ সদস্য অংশ নিবেন। এরা হলেন; মাহমুদুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, আকবর আলী, শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

এইচপি দল ক্রিকেটারদের অনুশীলন বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর