Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সার আক্রান্ত বাবার অনুপ্রেরণাতেই ক্রিকেটে ফিরেছেন স্টোকস


৭ অক্টোবর ২০২০ ১৫:২৩

পারিবারিক কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টর আগে ইংল্যান্ড ছেড়ে জন্মভূমি নিউজিল্যান্ডে পাড়ি জমান বেন স্টোকস। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও খেলেননি তিনি। প্রথমে তার পরিবারের প্রতি সম্মান রেখেই স্টোকসের হঠাৎ জৈব সুরক্ষিত বলয় ছেড়ে বেরিয়ে যাওর ব্যাপারে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানায় ইংলিশ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে জানা যায় স্টোকসের বাবা জেরার্ড স্টোকস ব্রেন ক্যান্সারে আক্রান্ত।

বিজ্ঞাপন

আর সেকারণেই সব ধরনের ক্রিকেট থেকে দূরে বাবার কাছে এত দিন ছিলেন স্টোকস। তবে অবশেষে তার প্রেরণাতেই আবারও ক্রিকেটে ফিরছেন সময়ের সেরা এই অলরাউন্ডার।চলমান আইপিএলের শুরুর ৬ ম্যাচেও ইংলিশ এই অলরাউন্ডারকে পায়নি রাজস্থান রয়্যালস। তবে সবকিছু ঠিক থাকলে ১১ অক্টোবর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবেন স্টোকস।

প্রায় ৮ সপ্তাহ পর ক্রিকেটে ফেরার ব্যাপারে স্টোকস জানিয়েছেন, বাবার সমর্থন আছে বলেই ফিরতে যাচ্ছে তিনি। স্টোকস বলেন, ‘আমার বাবা আমার যে দায়িত্বগুলো নিয়েছিলেন সেসব ব্যাপারে তিনি বেশ তৎপর। তিনি আমাকে বলেছিলেন, আমি যে কাজটা করি সেটা করা আমার দায়িত্ব। যেমনটা পিতা ও স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে।’

দীর্ঘ সময় ধরে বাবার অসুস্থতা নিয়ে বেশ বাজে সময় পার করছেন স্টোকস ও তার পরিবার। এ ব্যাপারে তিনি বলেন, ‘ক্রাইস্টচার্চে বাবা-মা ও ভাইকে ছেড়ে আসা কঠিন ছিল। পরিবার হিসেবে আমরা বেশ কঠিন সময় পার করেছি। তবে এই সময়ে আমরা একে অপরকে যথাসাধ্য সমর্থন করার চেষ্টা করেছি।’

অসুস্থ বাবাকে ফেলে আসলেও বর্তমানে খেলার দিকেই মনোযোগ দিতে চান রাজস্থানের এই অলরাউন্ডার। স্টোকস আরও বলেন, ‘আমরা অনেক চিন্তাভাবনা ও দীর্ঘ আলোচনা শেষে এমন সিদ্ধান্তে পৌঁছেছি। যা আমাকে খেলায় ফোকাস করতে সহায়তা করবে।’

আরব আমিরাতে পৌঁছেই অবশ্য মাঠে নেমে পড়তে পারেননি স্টোকস। তার আগে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনে আছেন তিনি। আর এর মধ্যে দুই দফায় করোনাভাইরাসের পরীক্ষাও করাতে হবে। কেবল দুইবারই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই যোগ দিতে পারবেন রাজস্থানের অনুশীলনে।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

বিজ্ঞাপন

আইপিএলে ফিরেছেন ক্রিকেটে ফিরেছেন বাবা ক্যান্সার আক্রান্ত বাবার অনুপ্রেরণা বেন স্টোকস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর