Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানসিকতা পরিবর্তন করে নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই’


৭ অক্টোবর ২০২০ ১৫:০৩

সম্প্রতি বাংলাদেশের বুকে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলছে। আর তাতে শিহরিত গোটা দেশ। নারীদের নিরাপত্তার কথা মাথায় নিয়ে আন্দোলনে নেমে পড়েছে গোটা দেশ। সেই আন্দোলনে শামিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদরা আগেই নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্ত্তজা।

বিজ্ঞাপন

সিলেটের এমসি কলেজ কিংবা নোয়াখালীর বেগমগঞ্জ সবদিক থেকেই নারীর হাহাকার ভেসে আসছে। মানুষরূপী কিছু পশুর হিংস্রতায় প্রতিনিয়ত শোনা যাচ্ছে নারীর প্রতি সহিংসতার খবর। দেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ধর্ষণ, নির্যাতন। নারীরা যেন কোথাও নিরাপদ নয়। সাম্প্রতি কয়েকটা ঘটনা সাধারণ মানুষের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার প্রতিবাদ হচ্ছে। গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সর্ব সাধারণের প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেছেন মাশরাফি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ক্রিকেটারদের

নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি নারীদের সম্মান দেখাতে বলেছেন। এবং আহ্বান করেছেন যেন নিজেরা মানসিকতা পরিবর্তন করি এবং নারীরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। মাশরাফির পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফির সঙ্গে সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হন। যেখানে নির্যাতনকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং তাদের রুখে বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন ক্রিকেটাররা। এর আগে সাকিব আল হাসানও সবাইকে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।

আরও পড়ুন: নারী নির্যাতনের বিরুদ্ধে সাকিবের লড়াইয়ের ডাক

এমপি নড়াইল-২ আসন ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাশরাফি বিন মুর্ত্তজা সাবেক অধিনায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর