Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ জিতিয়েও সাদমানের আক্ষেপ!


৬ অক্টোবর ২০২০ ২১:২১

প্রায় নয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আজ দারুণ এক ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতে ৯৯ বলে ৯ চার ১ ছয়ে ৮৩ রান করেছেন তরুণ ওপেনার। তার দল রায়ান কুক একাদশ বড় ব্যবধানে জিতেছেও। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তবুও আক্ষেপ সাদমানের কণ্ঠে! বললেন, সারা দিন ব্যাটিং করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। বৃষ্টির কারণে সেটা হয়নি বলেই তার আক্ষেপ।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে গতকাল ৮ উইকেটে ২৪৮ রান তুলেছিল ওটিস গিবসন একাদশ। আজ দ্বিতীয় দিনের শুরু থেকেই বৃষ্টির হানা। খেলা শুরু করতে করতে দুপুর পেরিয়ে যায়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। পরে ৪৮ ওভারে ২০০ রানের টার্গেট পায় কুক একাদশ।

ছয় উইকেটের জয় পাওয়া কুক একাদশের ওপেনার সাদমান ম্যাচ শেষে বলছিলেন, ‘সারাদিন ব্যাটিং করার প্রস্তুতি নিয়ে আসছিলাম। কিন্তু বৃষ্টি ছিলো বলে হলো না। এ কারণে ৪৫ ওভারে ২০০ রান চেজ করার লক্ষ্য সেট করে দেন কোচেরা। তামিম ভাই নরমাল ব্যাটিং করার পরামর্শ দেন। আমি সেভাবেই করেছি।’

সাদমান সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন গত ডিসেম্বরে, বিপিএলে। তারপর ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। তার মধ্যেই করোনার কারণে বন্ধ হয়ে যায় ক্রিকেট। তরুণ ক্রিকেটার জানালেন, অনুশীলনে ঘাম ঝড়িয়েছিলেন বলেই ফিরে এমন সাফল্য পেলেন তিনি।

তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘আমি ও তামিম ভাই ১০০ রানে ওপেনিং জুটি করি। আমি প্রথমে একটু সময় নিয়েছি, যাতে সেট হওয়া যায়। শেষ পর্যন্ত আমরা সহজেই ম্যাচটা বের করতে পেরেছি। আমি লাস্ট ম্যাচ (সাদা পোশাকে) খেলছি ভারতের সাথে। এরপর ৯ বা ১০ মাস খেলতে পারি নাই। এইখানে প্রথম ম্যাচে খেলতে পারিনাই। তাই দ্বিতীয় ম্যাচ খেলার ইচ্ছে ছিলো। এর আগে অনুশীলনটা খুব ভালো ছিলো। আমার ইচ্ছে ছিলো এই ম্যাচে যতোটা সম্ভব ভালো করার। একটু হলেও পেরেছি এবং মনে হচ্ছে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।’

সাদমান যোগ করেন, ‘আমরা তো অনেক দিন ধরেই অনুশীলন করছিলাম। সবাই খুব সিরিয়াস ছিলাম। কোচ আসার আগেও আমরা অনুশীলন করেছি। কোচ আসার পর টিম অনুশীলনে সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। সবাই নিজের জায়গায় খুব কাজ করেছে। সবাই চেষ্টা করেছি নিজেকে যতো দ্রুত সম্ভব রেডি করার জন্য। দুইটা ম্যাচেই আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ক্রিকেট সাদমান ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর