Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্য নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, খেলতে পারেন বিদেশিরাও


৬ অক্টোবর ২০২০ ১৯:১৩

দেশে যেন ক্রিকেটের ধুম পড়ে গেছে। চলতি মাসের ১১-২৩ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ। সেটা শেষ হতেই মধ্য নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) দল ও অনু-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠেয় ৫ দলের এই টুর্নামেন্টের লক্ষ্যে ইতোমধ্যেই তিনটি কর্পোরেট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে টাইগার প্রশাসন। চার-ছক্কার ধুম ধারাক্কার এই টুর্নামেন্টে বিদেশী ক্রিকেটার খেলানোর কথা ভাবছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্টের গঠনে দল অকশন অনুষ্ঠিত হবে নাকি খেলোয়াড়দের অংশগ্রহন উন্মুক্ত করে দেওয়া হবে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য নিলামের পক্ষেই জোর মত দিলেন। এদিকে বিদেশি ক্রিকেটার খেললে প্রতিদলে কয়জন করে খেলবে সেবিষয়েও এখনই জানাতে পারেননি বিসিবি বস।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিসিবিতে সংবাদ মাধ্যমকে তিনি একথা জানালেন।

বিসিবি বস বললেন, ‘নভেম্বরের মাঝামাঝি আমরা টি-টোয়েন্টির কথা ভাবছি। এটাই আলোচনা হচ্ছে, যেমন ধরেন পুরোটাই কর্পোরেট হবে কী না, বিদেশি ক্রিকেটা থাকলে অকশনে হবে নাকি ওপেন করে দেওয়া হবে যার যার মত নিয়ে আসবে এই জিনিসগুলো চূড়ান্ত হয়নি। তবে অকশনই হবে।’

‘বিদেশি প্লেয়ারদের ব্যাপারটা আদৌ হবে কী না, নিলে কয়জন করে নেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরপর ওপেন থাকবে নাকি আমরা একয়াট পুল দিয়ে দিব এর মধ্য থেকে নিতে হবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি। আসলে এই মুহূর্তে বলা কঠিন। তবে তিনজনের সাথে কথা হয়েছে তিনজনই আগ্রহী।’ যোগ করেন বিসিবি সভাপতি।

টি-টোয়েন্টি নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর