Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ অক্টোবর থেকে তিন দলের ওয়ানডে সিরিজ


৬ অক্টোবর ২০২০ ১৮:২৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২০ ২১:৪৮

তিন দলের অংশগ্রহনে ১১ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে- খবরটি এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল বিভিন্ন সুত্র থেকে শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘোষণার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিকতা পেল আজ। সব ঠিক থাকলে ওই দিন থেকেই তিন দলের অংশগ্রহনে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে প্রথম কোন প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

তামিম ইকবাল একাদশ, মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হাসান শান্ত একাদশ; এই তিন দলের অংশগ্রহনে ১২ দিনের টুর্নামেন্টটি গড়াবে। যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই সিরিজে প্রতিটি দলই দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। আর লিগ পর্বের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং সহ রেডিওতে সম্প্রচার করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমকে একথা জানালেন বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘আমরা ১১ তারিখ থেকে একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি। তিনটা দল করছি আমরা। এটা ওয়ানডে টুর্নামেন্ট হবে। এবং তিনটা দলে সর্বোচ্চ যে কয়জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারি করেছি। এবং শর্ত হচ্ছে প্রতি দল (১৫ জন করে প্লেয়ার) দুটে করে ম্যাচ পেতে হবে। এরকম কিছু শর্ত দিয়ে আমরা দল করেছি। দল তিনটি খুবই সুন্দর হয়েছে আমাদের ধারণা। ফাইনালটা আমরা টিভিতে দেখানোর পরিকল্পনা করছি। এর আগ পর্যন্ত প্রত্যেকটা খেলা লাইভ স্ট্রিমিং তো হবেই রেডিওসহ আরো বিভিন্ন মাধ্যমে প্রচার করতে চাচ্ছি।

‘তামিম একটা দলের সঙ্গে আছে, ও নেতৃত্ব দিচ্ছে। ‍মুশফিকও একটা দলের সঙ্গে আছে কিন্তু ও নেতৃত্ব দিতে চাচ্ছে না। ওই দলের নেতৃত্ব দিবে শান্ত। আরেকটা দল আছে, ওই দলের নেতৃত্ব দিবে মাহমুদউরল্লাহ রিয়াদ। তিনটা দলই ভালো দল হবে।’ যোগ করেন বিসিবি বস।

ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর