Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের হারিয়ে দিল তারুণ্যনির্ভর দিল্লি


৬ অক্টোবর ২০২০ ০১:৩০

করোনাকালের আইপিএলে দারুণ এগুচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কয়েকটা ম্যাচে পারফর্ম না করতে পারা বিরাট কোহলিও ফর্মে ফিরে এসেছিলেন। কোহলির সেই দুর্দান্ত বেঙ্গালুরুকে আটকে দিল তারুণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ১৯ নম্বর ম্যাচে বেঙ্গালুরুকে আজ ৪৯ রানে হারিয়েছে দিল্লি।

পঞ্চম ম্যাচ খেলতে নামা দিল্লির এটা চতুর্থ জয়। যাতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে বসেছে দলটি। অন্য দিকে পঞ্চম ম্যাচে দ্বিতীয় হারের সাক্ষী হওয়া বেঙ্গালুরু নেমে গেছে টেবিলের তিন নম্বরে।

বিজ্ঞাপন

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লির ১৯৪ রানের জবাব দিতে নেমে পরিকল্পনা মাফিক এগুতে পারেনি বেঙ্গালুরু। দুই ওপেনার রান পাননি আজ। দারুণ ফর্মে থাকা ওপেনার দেবদূত পাড়িক্কাল ফিরেছেন মাত্র ৪ রানে। অপর ওপেনার অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ ফিরেছেন ১৩ রান করে।

তিনে নেমে বিরাট কোহলি অবশ্য রান পেয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন তিনি। তবে এই রান করতেই ৩৯ বল খেলেছেন ভারতীয় অধিনায়ক। এবি ডি ভিলিয়ার্স ফিরেছেন মাত্র ৯ রান করেই। এতো তারকার এক সঙ্গে নিঃস্প্রভতার দিনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি তুলতে পারেননি বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন ওয়াসিংটন সুন্দর। দিল্লির পক্ষে কাগিসো রাবাদা ২৪ রানে চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন আনরিচ নিরটজে ও অক্ষর প্যাটেল।

এর আগে ‘দশে মিলে করি কাজ’ পন্থায় এগিয়ে ১৯৬ রানের সংগ্রহ গড়েছে দিল্লি। এতে বড় অবদান পৃথ্বী শ, মার্কাস স্টয়নিস, শেখর ধাওয়ানদের।

বিজ্ঞাপন

পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন পৃথ্বী ও শেখর। অভিজ্ঞ শেখর ২৮ বলে ৩২ করে আউট হয়েছেন। পৃথ্বী করেছেন ২৩ বলে ৫ চার ২ ছয়ে ৪২ রান। পরে ঋষভ পন্ট ২৫ বলে ৩৭ ও স্টয়নিস মাত্র ২৬ বলে ৬ চার ২ ছয়ে ৫৩ রান করলে ১৯৬ রানের বড় সংগ্রহ নিশ্চিত হয়েছে দিল্লির। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে এই রান করে দলটি।

আইপিএল ২০২০ দিল্লি ক্যাপিটালস বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর