Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত জয়ে শেষ আটে জোকোভিচ


৬ অক্টোবর ২০২০ ০০:৪৬

দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে আরও এক ধাপ এগুলেন নোভাক জোকোভিচ। পুরুষ এককের ১৫ নম্বর বাছাই রাশিয়ার কেরান খাচানোভকে উড়িয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন পুরুষ টেনিসের শীর্ষ তারকা।

সদ্য সমাপ্ত ইউএস ওপেনের শিরোপার অন্যতম দাবিদার ছিলেন জোকোভিচ। রজার ফেদেরার, রাফায়েল নাদাল ছিলেন না। তাছাড়া যেভাবে খেলছিলেন তাতে জোকারকে বিজয়ী ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেজাজ হারিয়ে বলে ব্যাট চালিয়ে দেন, আর সেই বল গিয়ে লাগে এক অফিশিয়ালের গলায়। জোকোভিচকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এই আক্ষেপ ঘুচানোর প্লান করেই হয়তো ফ্রেঞ্চ ওপেন খেলতে গেছেন সার্বিয়ান তারকা। প্রথম তিন রাউন্ডের মতো আজ চতুর্থ রাউন্ডেও দাপুটে জয় তুলে নিয়েছেন তিনি। খাচানোভকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে। জোকোভিচ কোয়ার্টারে স্পেনের পাবলো কারানো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল আল্টামাইয়ের মধ্যকার লড়াইয়ে জয়ী জনের বিপক্ষে মুখোমুখি হবেন।

এদিকে, পুরুষ এককের অপর ম্যাচে গ্রিকের স্তেফানোস সিতসিপাসকে ৬-৩, ৭-৬ (১১-৯) ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছেন গ্রিগর দিমিত্রভ। হাঙ্গেরির মার্টন ফুকসোভিচকে ৬-৭ (৪-৭), ৭-৫, ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে হারান আন্দ্রে রুবলেভ।

টেনিস নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর