Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ জন্মদিন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফি


৫ অক্টোবর ২০২০ ১৫:০৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১৭:০৬

তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বুকে জানান দিয়েছিল নতুন শক্তির আবির্ভাবের। তাই তো তাকে বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের অধিনায়ক বলা হয়ে থাকে। কিংবা তার নামের বদলে অনেকে সম্বোধন করেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ বলে।  বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার অন্যতম নায়ক কে? দ্বিতীয়বার না ভেবে অনেকেই উত্তর দেবেন মাশরাফি বিন মুর্ত্তজা। আজ ৫ অক্টোবর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনেই সবুজ শ্যামল নড়াইল শহরের মহিষখোলায় তিনি মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন। পেরিয়ে গেছেন ৩৬টি বছর। টাইগারদের সফল এই অধিনায়ক ৩৭ বছরে পা দিয়েছেন। ২০১৪ সালের এই দিনেই পৃথিবীতে এসেছে মাশরাফির দ্বিতীয় সন্তান, পুত্র সাহেল মুর্ত্তজা। সারাবাংলার পক্ষ থেকে মাশরাফি ও তার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা।

বিজ্ঞাপন

বাবার নাম গোলাম মুর্ত্তজা স্বপন। মায়ের নাম হামিদা বেগম বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফিই বড়। ছোট ভাই সিজার মাহমুদও ক্রিকেট নিয়েই সময় কাটান। মাশরাফি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের সঙ্গে একজন জনপ্রিয় মানুষও বটে। তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় সম্পদ মাশরাফি।

মাশরাফির অধিনায়কত্বে অসাধারণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ক্রিকেটে অবশ্য মাশরাফির অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে । সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো ছিল বন্ধুর। বেশ কয়েকবার ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু অনমনীয় অদম্য শক্তিতে ফিরে এসেছেন প্রতিবারই। চোটের কারণে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলতে পারেননি। মিরপুরের অ্যাকাডেমি মাঠে অঝোর ধারায় কেঁদেছিলেন। নিরবে কেঁদেছিলেন ম্যাশ ভক্তরা। কিন্তু তার চার বছর পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তার নেতৃত্বেই অসাধারণ সাফল্যে আনন্দে কেঁদেছে পুরো বাংলাদেশের মানুষ। শুধু বিশ্বকাপে সাফল্য নয়, ম্যাশের নেতৃত্বে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো দলগুলোকে হারিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতেও তার হাত ধরেই এসেছে বহু সাফল্য। যদিও মাশরাফি এই ফরম্যাটে অবসর নিয়েছেন।

মাশরাফি নামে পরিচিত নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই এলাকার সবার কাছে পরিচিত। ক্রিকেটটাকে এক মুহূর্তের জন্যও দূরে ঠেলে দিতে হয়নি তাকে। নড়াইলের চিত্রা নদীতে সাঁতরে বেড়ানো সেই দুরন্ত কিশোর কৌশিক এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন। সময়ের সাথে মাশরাফির নাম ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পেছনের কারিগর এই মাশরাফি। বীরদর্পে সামনে এগিয়ে গেছেন দলকে নিয়ে। নিজে যেমন সফল হয়েছেন, অন্যদেরও সফলতার স্বাদ পাইয়ে দিয়েছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও টাইগার ক্যাপ্টেন উজ্জীবিত করেছেন সতীর্থদের, এই জাতিকে সম্মানিত করেছেন, মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন বহুবার। মাঠে নিজেকে সর্বস্ব উজাড় করে দিতে মোটেও কুণ্ঠাবোধ করেন না। চোখে চোখ রেখে প্রতিপক্ষকে কড়া জবাব দিতে শিখিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন এক মাত্রায় নিয়ে গেছেন তিনি।

বিজ্ঞাপন

গতিময় বোলিং দিয়ে অনূর্ধ-১৯ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, তিনি সে সময় অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ ‘এ’ দলে নেয়া হয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ২০০১ সালের ৮ নভেম্বর টেস্ট ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদা পোশাকে খেলতে নামেন তিনি। দেশের হয়ে তিনিই একমাত্র ক্রিকেটার ছিলেন, যিনি কোনো প্রথম শ্রেণির ম্যাচ না খেলেই টেস্টে অভিষিক্ত হয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সেটি মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল। ম্যাশ এই বিরল কৃতিত্বের অধিকারী ৩১তম খেলোয়াড় এবং ১৮৯৯ সালের পর তৃতীয়। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৩২ ওভার বল করে ১০৬ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি গ্র্যান্ট ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার। আর দ্বিতীয় ইনিংসে বোলিং আসার আগেই ম্যাচটি ড্র হয়। ২০০৯ সালে সবশেষ টেস্ট খেলেছেন কিংসটনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৩৬ টেস্টের ক্যারিয়ারে তিনি নিয়েছেন ৭৮ উইকেট।

২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। সেই ম্যাচে ৮.২ ওভার বল করে ২৬ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। ১৯৬ ওয়ানডে খেলে ম্যাশ নিয়েছেন ২৫১ উইকেট। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে ২৬ রানে ৬ উইকেট তার সেরা সাফল্য। ৫৪ টি-টোয়েন্টির ক্যারিয়ারে তিনি নিয়েছেন ৪২ উইকেট। ২০০৬ সালে এক পঞ্জিকাবর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি বোলার। তিনি ওই বছর নিয়েছিলেন ৪৯ উইকেট।

২০০৯ সালের শুরুতে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন মাশরাফি। পরবর্তীতে ওই বছরেরই জুন মাসে তিনি আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফিকে। সেই চোটের কারণে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মাশরাফি পুনরায় অধিনায়কত্ব পান।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে দেশের হয়ে মাশরাফি ২১৮ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ২৬৯ উইকেট। ওয়ানডে ইতিহাসের ২০তম এবং পেসারদের মধ্যে ১৩তম সর্বোচ্চ উইকেট শিকার এই টাইগার। আর সেই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তো বটেই। অবশ্য কেবল বল হাতে নয় ব্যাট হাতেও দুর্দান্ত মাশরাফি বিন মুর্ত্তজা। তিন ফরম্যাট মিলিয়ে মাশরাফির ব্যাট থেকে রান এসেছে মোট ২ হাজার ৯৬১।

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এক অনুকরণীয় ব্যক্তি ম্যাশ। পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসা নিয়ে, হাজারো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে শত বছর বেঁচে থাকুন আমাদের মাশরাফি।

৩৭তম জন্মদিন টপ নিউজ মাশরাফি বিন মুর্ত্তজা শুভ জন্মদিন মাশরাফি সাবেক অধিনায়ক

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর