রাজার মতোই ফিরল ধোনির চেন্নাই সুপার কিংস
৫ অক্টোবর ২০২০ ০২:০২ | আপডেট: ৫ অক্টোবর ২০২০ ০২:৪৫
চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কী যেন হলো চেন্নাই সুপার কিংসের! তারপর টানা তিন ম্যাচে হার। ব্যাটিংয়ে এক ফাফ ডু প্লেসি ছাড়া কেউই সুবিধা করতে পারছিলেন না। মহেন্দ্র সিং ধোনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। সব সমালোচনা গিয়ে পড়ছিল যেন ধোনির ওপরই! অবশেষে জয়ে ফিরল চেন্নাই। ধোনির সুপার কিংস ফিরল রাজার মতো করেই। কিংস ইলেভেন পাঞ্জাবকে আজ দশ উইকেটে হারিয়েছে চেন্নাই।
চেন্নাই আজ দশ উইকেটের জয় পেলো শেন ওয়াটসন রানে ফিরলেন বলেই! প্রথম চার ম্যাচে অজি তারকার স্কোর ছিল যথাক্রমে- ৪, ৩৩, ১৪, ১। তবুও ওয়াটসনকে বাদ দেওয়ার কথা ভাবেনি চেন্নাই। কেন ভাবেনি তা আজ দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
৮৩ রানের দারুণ একটা অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন। আগে থেকেই ফর্মে থাকা ডু প্লেসি করেছেন অপরাজিত ৮৭ রান। আগের ম্যাচগুলোতে প্রথম পাওয়ার প্লেতে ভুগেছে চেন্নাই। আজ ওয়াটসন-ডু প্লেসি মিলে পাওয়ার প্লের ছয় ওভারে তোলেন ৬০ রান। তখনই হয়তো অনেকে আন্দাজ করেন, দিনটা আজ চেন্নাইয়ের!
দুজন উইকেটে জমে যাওয়ার পর বিভিন্ন অপশন ব্যবহার করতে চেয়েছেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু লাভ হয়নি, মিডলের ওভারগুলোতে স্পিনাররা আক্রমণে আসলে আরও ভয়ঙ্কর হয়েছেন ওয়াটসন। ৮৩ রান করতে ৫৩ বল খেলে ১১টি চার ৩টি ছক্কা হাঁকিয়েনে অজি তারকা।
ডু প্লেসি ৮৭ রান করেছেন ৫৩ বল খেলে। তাতে ১১টি চার ১টি ছক্কার মার। ১৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য ১৮১ রান তুলে ফেলেছে চেন্নাই।
এর আগে পাঞ্জাবের হয়ে আজও দারুণ ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। মায়াঙ্ক আগারওয়াল ইনিংস বড় করতে পারেননি (১৯ বলে ২৬ রান)। তবে রাহুল ক্রিজে ছিলেন অনেকটা সময়। ৫২ বল খেলে ৭ চার ১ ছয়ে ৬৩ রান করেন ভারতীয় তারকা। চার নম্বরে নেমে মাত্র ১৭ বলে ১ চার ৩ ছয়ে ৩৩ রান করেন নিকোলাস পুরান। এছাড়া মান্দিপ সিং ১৬ বলে ২৭ রান করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাঞ্জাব।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।
আইপিএল ২০২০ কিংস ইলেভেন পাঞ্জাব চেন্নাই সুপার কিংস লোকেশ রাহুল