শারজায় রান বন্যা চলছেই, জয়ে ফিরল দিল্লি
৪ অক্টোবর ২০২০ ১২:১৪ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ১২:২০
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম বোলারদের জন্য রীতিমতো ‘মৃত্যুকূপ’। একে তো মাঠের চার পাশেই ছোট বাউন্ডারি। তার ওপর উইকেট পুরো ব্যাটিং সহায়ক। পেসাদরদের বল নড়ে না, স্পিনাররা একটুও ট্রার্ন পান না। শুধু লাইন-লেংথে চোখ রাখতে পারলেই বেধরক পেটাতে পারছেন ব্যাটসম্যানরা। যার সত্যতা মিলছে স্কোরকার্ডে। চলতি আইপিএলে ইতোমধ্যেই শারজায় ছয়বার দুইশোর্ধ্ব রানের স্কোর দেখা গেল। এই মাঠে কাল আরেকটা রান উৎসবের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮ রানে জিতেছে দিল্লি ক্যাপিটালস।
কদিন আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হারা দিল্লির এটা চার ম্যাচে তৃতীয় জয়। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে তারুণ্যনির্ভর দলটি।
টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠান কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক। কলকাতার বড় ভুলটা হয়তো সেখানেই! পাটা উইকেটে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে রানের পাহাড় গড়ে বসে দিল্লি। কালও ব্যাট হেসেছে তরুণ ওপেনার পৃথ্বী শ’র। তবে কলকাতার বোলারদের সবচেয়ে বেশি কাঁদালেন শ্রেয়াস আয়ার।
শেখর ধাওয়ান ১৬ বলে ২৬ করে ফিরলে তিনে নেমে পৃথ্বীর সঙ্গে দারুণ এক জুটি গড়েন শ্রেয়াস। পৃথ্বী ৪১ বল খেলে ৪টি করে চার ছয়ে করেছেন ৬৬ রান। শ্রেয়াস মাত্র ৩৮ বল খেলে ৭ চার ৬ ছক্কায় ৮৮ রান করেছেন। শেষ দিকে ঝড় তোলেন ঋষভ পন্টও (১৭ বলে ৩৮ রান)। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে দিল্লি।
জবাব দিতে নেমে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যানরা। চার নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল। ১৫ ওভার শেষে কলকাতার রান ছিল ৬ উইকেটে ১৩৭। শাহরুখ খানের দল ম্যাচটা যে জিততে পারছে না সেটা সেখানেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল।
তবে শেষ দিকে মরুর বুকে ইয়ান মর্গান ও রাহুল ত্রিপাতি ঝুড় তুলে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য দিল্লিই জিতেছে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১০ রানে থেমেছে কলকাতার ইনিংস। মর্গান ১৮ বলে ১ চার ৫ ছয়ে ৪৪ রান করেছেন। ত্রিপাতি আটে নেমে ৩৬ রান করেছেন মাত্র ১৬ বলে। তার ইনিংসে চার-ছয় তিনটি করে। এছাড়া তিনে নেমে নিতিশ রানা ৩৫ বলে ৫৮ রান করেছেন।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।
আইপিএল ২০২০ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস শ্রেয়াস আয়ার