Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ব্যাট হাসল কোহলির, শীর্ষে বেঙ্গালুরু


৪ অক্টোবর ২০২০ ০০:৩৯

আইপিএলে প্রথম তিন ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং গড় ছিল ৬! কোহলির মতো ব্যাটসম্যানের কাছে এমন পারফরম্যান্স মানতে পারেননি অনেকেই। স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশঙ্কা শর্মাকে নিয়েও টিপ্পনি শুনতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ককে। অবশেষে চতুর্থ ম্যাচে এসে রান পেলেন কোহলি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলে বেঙ্গালুরুকে ৮ উইকেটে জিতিয়েছেন ভারতীয় তারকা।

বিজ্ঞাপন

চার ম্যাচে এ নিয়ে তৃতীয় জয় পেলো বেঙ্গালুরু। মোট ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে বসেছে দলটি। চার ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স।

১৫৪ রানের জবাব দিতে নেমে আজ শুরুতেই বিপদে পড়েছিল বেঙ্গালুরু। দারুণ ফর্মে থাকা ওপেনার অ্যারন ফিঞ্চ ফিরে যান ৮ রান করেই। তবে তিনে নেমে অপর ওপেনার দেবদূত পাড়িক্কালের সঙ্গে এমন একটা জুটি গড়লেন কোহলি, যাতে ফিঞ্চের দ্রুত বিদায়টা বুঝাই গেল না।

দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৯৯ রানের। পাড়িক্কালে ৪৫ বল খেলে ৬ চার ১ ছয়ে ৬৩ রান করে ফিরলেও কোহলি অবিচলই ছিলেন। ৫৩ বলে ৭ চার ২ ছক্কায় ৭২ রান করে অপরাজিত ছিলেন শেষ অবদি। বেঙ্গালুরু ১৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৮ রান তুলে ফেলে।

এর আগে বেঙ্গালুরুর হয়ে দারুণ বোলিং করেছেন যুগবেন্দ্রন চাহাল। রাজস্থানের মিডল অর্ডারকে দাঁড়াতেই দেননি তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েছেন ইসুরু উদানাও। চাহাল ২৪ রানে ৩টি ও উদানা ৪১ রানে দুই উইকেট নিয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো রাজস্থান ২০ ওভারে ছয় উইকেটে ১৫৪ রান তোলে।

দলটির পক্ষে মহিপাল লোমার সর্বোচ্চ ৪৭ রান করেছেন। এছাড়া রাহুল তেওয়াতিয়া ১২ বলে ২৪ ও জস বাটলার ১২ বলে ২২ রান করেছেন। ১০ বলে ১৬ করেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর