প্রস্তুতি ম্যাচে মুমিনুলের ব্যাটিং সৌরভ
৩ অক্টোবর ২০২০ ১৮:২৭ | আপডেট: ৪ অক্টোবর ২০২০ ০২:৩৫
কাগজে-কলেমে তার নাম মুমিনুল হক হলেও ডাক নাম কিন্তু সৌরভ। পরিবার থেকে শুরু করে কাছের মানুষ তাকে এই নামেই চেনে। জাতীয় দলের জার্সি গায়ে ডাক নামের সুবিচার তিনি অনেকবারই করেছেন। আজও আবার করলেন। মনোমুগ্ধকর ব্যাটিং সৌরভ ছড়িয়ে আচ্ছন্ন করে রাখলেন গোটা হোম অব ক্রিকেট। শতক হাকিয়েও যে ব্যাট ক্ষান্ত হয়নি। অপরাজিত থেকেছে যতক্ষণ ক্রিজে ছিলেন তিনি। স্বেচ্ছা অবসর নিয়ে যখন ক্রিজ থেকে বের হলেন, নামের পাশে ১১৭ রান।
মুমিনুল হক সবশেষ ব্যাট হাতে নেমেছিলেন সাত মাস আগে। ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছিলেন এই টাইগার টেস্ট ব্যাটসম্যান। লম্বা বিরতির পরে আজ নামলেন প্রস্তুতি ম্যাচে রায়ান কুক একাদশের হয়ে। করোনার এই সাত মাসে নিজের ব্যাটকে শিকায়ই তুলে রাখতে হয়েছিল। এতে করে ব্যাটেও মরিচা ধরে যাওয়ার কথা। কিন্ত না সেকরম কিছুই হয়নি। বরং সাত মাস পরেও তার ব্যাট হেসেছে। হেসেছে বললে হয়ত কমই বলা হবে, বরং অট্টহাস্যে বলাটাই বোধ করি অধিক যুক্তিযুক্ত হবে।
২২০ বল খেলে টাইগার অধিনায়ক সংগ্রহ করেছেন ১১৭ রান। ক্রিজে থেকেছেন ৩০৯ মিনিট। এই সংগ্রহের পথে তিনি চার মেরেছেন ১৪টি ও ৬ একটি। তার ব্যাটে ভর করেই দুই দিনের প্রস্তুতি ম্যাচে ওটিস গিবসন একাদশের ২৩০ রানের জবাবে রায়ান কুক একাদশ ৭৬ ওভারে সংগ্রহ করেছে ৫ উইকেটের বিনিময়ে ২৪৮ রান।
শনিবার (৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলায় ওটিস গিবসন একাদশের করা ২৩০ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে রায়ান কুক একাদশ। নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি। কেননা ২৪ রান তুলতেই ফির গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
রায়ান কুক একাদশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডেসিংরুমের পথ ধরেছেন সাদমান ইসলাম অনিক। এবাদত হোসেনের বলে ব্যক্তিগত ১৩ রানে তরুণ এই ওপেনার হয়েছেন কট বিহাইন্ড। দ্বিতীয় ওপেনার রাব্বির আউটের ধরনও একই। শিকারিও সেই এবাদত। তবে তার রান সংখ্যা মাত্র ২।
তিনে নেমে মুশফিকুর রহিম অবশ্য লম্বা ইনিংসের পথে হাটতে চেয়েছিলেন। কিন্তু তার সেই আশায় পানি ঢেলে দিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। দারুণ পেসে মাত্র ৩ রানে মুশির অফস্ট্যাম্প উপড়ে ফেললেন।
তাদের বিদায়ে চতুর্থ উইকেটে এসে দলের হাল ধরেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। দুজনের ব্যাটিং দৃঢ়তায় বারবাই মনে হচ্ছিল দিন পার হয়ে যাবে। না হলেও খুব একটা মন্দ করেননি এই টাইগার। দলকে এনে দিয়েছেন ১৫৭ রান। এরপরেই নাঈম ইসলামের বলে ৬২ রানে ইমরুলের হাতে ক্যাচ তুলে দেন মিঠুন।
মিঠুনের বিদায়ে পঞ্চম উইকেট জুটিতে মুমিনুলের সঙ্গে যোগ দেন নুরুল হাসান সোহান। নেমে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দিলে তা তালুবন্দি করেন এবাদত হোসেন।
সোহানের বিদায়ে পর পড়ন্ত বিকেলে স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক। তার বিদায়ে উইকেটে থাকা তাইজুল ইসলাম সঙ্গে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের ব্যাটেই দিনের খেলার পরিসমাপ্তি ঘটে।
দিন শেষে তাইজুল অপরাজিত ছিলেন ৬ রানে আর সাইফউদ্দিন ১০ রানে।
ব্যাক পেইনের ইনজুরির কারণে দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটিতে খেলতে পারেননি পেসার শফিউল ইসলাম। ওয়ানডে দলপতি তামিম ইকবালও নিগলসের দায়ে খেলতে পারেননি। আর সদ্যই করোনা জয় করা তরুণ পেসার আবু জায়েদ রাহিকে ছুটি দেওয়া হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে আগামি ৫ ও ৬ অক্টোবর।
টপ নিউজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শের-ই-বাংলা মুমিনুল হক