বাদল রায়কে নিয়ে ধোঁয়াশা, ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ
৩ অক্টোবর ২০২০ ১১:৫৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৩:৪৪
ঢাকা: মনোয়নপত্র প্রত্যাহার করে পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাদল রায়। পরে নির্বাচনের ঠিক আগের দিন ইউটার্ন নিয়েছেন ফের নির্বাচন করছেন বলে ঘোষণা দিয়েছেন ফেডারেশনের এই সহ সভাপতি।
আজ শনিবার (৩ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আলোচিত বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- আজ বাফুফে নির্বাচন!
আনুষ্ঠানিকভাবে সভাপতি পদ থেকে বাদল রায়ের সরে দাঁড়ানোর ঘোষণার পর কার্যত সভাপতি পদে কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিক প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে নির্বাচনের আগের দিন চমক দিয়েই নির্বাচনের মাঠে ইউটার্ন নিয়েছেন বাদল রায়। তবে ঠিক কী কারণে ফিরেছেন তার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। দাবি করছেন সমন্বয় পরিষদ থেকে তিনি নির্বাচন করছেন। অবশ্য ব্যালট পেপারে তার নাম থাকছে।
এদিকে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা বলছেন, ১৯ প্রার্থীর এই প্যানেলে সভাপতি পদে কাউকে প্রার্থী করা হয়নি।
কিন্তু বাদল রায় তাকে সমন্বয় পরিষদের প্রার্থী দাবি করে বলেন, ‘আমি জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থাদের নিয়ে যে প্যানেল করা হয়েছে সেখান থেকে প্রতিনিধিত্ব করছি। কাজী সালাউদ্দিনের দুর্নীতি রোধে ফুটবলের স্বার্থেই নির্বাচনে ফিরেছি। আগে অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এখন সুস্থ থাকছি।’
তবে আজ ১১ টা থেকে ফেডারেশনের সাধারণ বার্ষিক সভায় অংশ নেননি বাদল রায়। তার কারণ হিসেবে তিনি বলেন, ‘১২ বছরের দুর্নীতিকে পাস করানো হবে আজকের এজিএমে। এখানে থাকতে চাই না। এর আগেও রিসোর্টে যে এজিএম হয়েছিল সেখানে আমাকে কিছু বলতে দেয়া হয়নি।’
এদিকে ভোটকেন্দ্রকে কেন্দ্র করে একটা নির্বাচনী হাওয়া বইছে। নিরাপত্তা জোরদার করে সকল প্রস্তুতি সেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটকেন্দ্রে মোবাইল নেয়া নিষিদ্ধ করা হয়েছে। ভোট কেন্দ্রে নেয়া যাবে না মোবাইল ফোন। মেজবাহ বলেন, ‘আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই। ভোটিং কংগ্রেস হলের ভেতর কর্তৃপক্ষ ছাড়া কারও কাছে কোনও মোবাইল ফোন থাকবে না।’
ইউটার্ন এজিএম টপ নিউজ বাদল রায় বাফুফে বাফুফে নির্বাচন সভাপতি