Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসের জন্য ছিটকে গেলেন কার্ভাহাল


৩ অক্টোবর ২০২০ ১১:৩০

দিনকে দিন জিনেদিন জিদানের দুঃশ্চিন্তা বেড়েই চলেছে। করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রিয়াল মাদ্রিদ এবার দলে কোনো নতুন খেলোয়াড় ভেড়াবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট পেরেজ। আর এবার দলবদলের মৌসুম ক্লাব থেকে বেশ কয়েকজন খেলোয়াড় দল ছেড়ে যাওয়ায় দলের গভীরতা কমেছে অনেকাংশে। তার ওপর আবার শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফুলব্যাক ড্যানিয়েল কার্ভাহাল।

বিজ্ঞাপন

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কার্ভাহালের পায়ের পরীক্ষা করার পর দেখা গেছে তার ডান পায়ের হাটুর লিগামেন্টে চিড় ধরেছে। তার ইনজুরি থেকে মাঠে ফিরতে কমপক্ষে দুই মাস সময়ের প্রয়োজন হবে।’

কার্ভাহালের ইনজুরির কারণে কপাল খুলে গেল আলভারো অদ্রিওজোলার। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় পছন্দের রাইট ফুলব্যাক তিনি। নিজেদের শেষ ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে প্রথম একাদশেও ছিলেন তিনি। আর এবার জিনেদিন জিদানের হাতে তিনিই প্রধান রাইট ফুলব্যাক। তবে জিদান এর আগেও ফুলব্যাক পজিশনে বাধ্য হয়ে লুকাস ভাস্কেজকে খেলিয়েছেন। এছাড়াও লেফট ফুলব্যাক ফারল্যান্ড মেন্ডিকেও ডান প্রান্তে খেলিয়েছেন।

ইনজুরির কারণে এল ক্লাসিকোও মিস করবেন কার্ভাহাল। আর তাই তো জিজুর দুঃশ্চিন্তা এবার একটু বেশিই বেড়েছে। এছাড়াও লা লিগায় লেভান্তে, কাদিজ, হুয়েস্কা, ভ্যালেন্সিয়া এবং ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচ মিস করবেন তিনি। কেবল তাইই নয় সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের চারটি ম্যাচেও দলের সঙ্গে থাকতে পারবেন না এই স্প্যানিশ ফুলব্যাক।

তবে জিদানের হাতে অদ্রিওজোলা, ভাস্কেজ, নাচো কিংবা মেন্ডি ছাড়াও আছে আরও এক অস্ত্র। গেল মৌসুমে পোর্তো থেকে রিয়ালে যোগ দেওয়া এডার মিলিতাও পর্তুগিজ দিলে রাইট ফুলব্যাক হিসেবে খেলে মৌসুমের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন। আর জিদান চাইলেই তাকেও কার্ভাহালের জায়গায় খেলিয়ে দেখতে পারবেন।

এদিকে কার্ভাহালের ইনজুরির কারণে স্পেন দলে কপাল খুলে গেছেন বার্সেলোনা তারকা সার্জি রবের্তোর। কার্ভাহালের জায়গায় ডাক পেয়েছেন এই কাতালান ফুটবলার।

বিজ্ঞাপন

ইনজুরি জিনেদিন জিদান ড্যানি কার্ভাহাল পায়ের ইনজুরি রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর