‘ফিনিশার’ হতে পারলেন না রানে ফেরা ধোনি, তলানিতে চেন্নাই
৩ অক্টোবর ২০২০ ০১:০৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ০১:০৬
চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা হয়েছে। সাত, আট নম্বরে ব্যাটিং করে রান করতে পারেননি ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। আজ আগে ব্যাট করতে নেমেছিলেন, রানও পেয়েছেন। কিন্তু ‘ফিনিশার’ হতে পারেননি ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৭ রানে হেরেছে ধোনির চেন্নাই সুপার কিংস।
চার নম্বর ম্যাচ খেলতে নামা চেন্নাইয়ের এটা তৃতীয় পরাজয়। যাতে পয়েন্ট টেবিলের আট দলের মধ্যে সবার তলানিতেই পড়ে রইলো চেন্নাই। হায়দ্রাবাদের ১৬৪ রানের জবাব দিতে নেমে ৪২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। তারপর পাঁচে নেমে রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন ধোনি।
জাদেজা এক প্রান্ত থেকে আক্রমণাত্মক খেললেও অপর প্রান্তে ধরে এগুচ্ছিলেন ধোনি, যাতে দ্রুত উইকেট পরে ধস না নামে। শেষ দিকে ঝড় তুলে এই পরিকল্পনায় অতীতে অনেক ম্যাচই জিতিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। আজ পারলেন না। ধোনি ধীর গতিতে এগুতে থাকলে বলের সঙ্গে রানের ব্যবধান বাড়তে থাকে চেন্নাইয়ের। জাদেজা ফিফটি করে ফিরলে পুরো চাপটা গিয়ে পড়ে ধোনির ওপর। চাপ কাটিয়ে চেন্নাইকে জেতাতে পারেননি তিনি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৭ রানে থেমেছে চেন্নাইয়ের ইনিংস। ধোনি ৪ চার ১ ছয়ে ৩৬ বলে অপরাজিত ছিলেন ৪৭ রান করে। জাদেজা ৩৫ বল খেলে ৫ চার ২ ছয়ে করেছেন ঠিক ৫০ রান। এছাড়া ডু প্লেসি ২২ ও স্যাম কুরান ১৫ রান করেন।
এর আগে হায়দ্রাবাদের ১৬৪ রানের সংগ্রহে বড় অবদান প্রিয়ম গার্গের। দুই বিদেশি জনি বেয়ারস্টো (০) ও কেন উইলিয়ামসনের (৯) ব্যর্থতায় ইনিংসের শুরুর দিকে ধুঁকছিল হায়দ্রাবাদ। ১১তম ওভারের শেষ বলে হায়দ্রাবাদ যখন চতুর্থ উইকেট হারালো তখন দলটির রান ছিল ৬৯। তারপরও সংগ্রহ একশ ষাট পেরুলো গার্গের মাত্র ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটির কল্যাণে।
পাঁচে নেমে দারুণ ইনিংসটি ৬টি চার ১টি ছয়ে সাজিয়েছেন গার্গ। এছাড়া অভিষেক শর্মা ছয়ে নেমে ২৪ বলে ৩১, মানিষ পান্ডে ২১ বলে ২৯ ও ডেভিড ওয়ার্নার ২৯ বলে ২৮ রান করেন। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে হায়দ্রাবাদ। চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন দীপক চাহার।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।
আইপিএল ২০২০ চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি সানরাইজার্স হায়দ্রাবাদ