ডমিঙ্গোর চাওয়া প্রথমে ঘরোয়া ক্রিকেট তারপর আন্তর্জাতিক
২ অক্টোবর ২০২০ ২১:৪২ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ২২:০৮
সবকিছু ঠিক থাকলে এই মুহূর্তে শ্রীলঙ্কায় থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে লঙ্কানদের সঙ্গে বনিবনা না হওয়াতে সফরে ‘না’ বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাকালে বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় তাই আরও লম্বা হলো। এদিকে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত ক্রিকেটারদের।
শ্রীলঙ্কা সিরিজ যেহেতু পিছিয়ে গেল সেহেতু ঘরোয়া ক্রিকেটে প্রস্তুত হয়ে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচত মনে করছেন দক্ষিণ আফ্রিকান কোচ।
আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানান, দুবাইয়ে চার দলের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু প্রস্তাব গ্রহণ করেনি বিসিবি। ‘আগে ঘরোয়া ক্রিকেট তারপর আন্তর্জাতিক ক্রিকেট’ এই চিন্তা থেকেই হয়তো আয়ারল্যান্ডের প্রস্তাব প্রত্যাখান!
শুক্রবার (২ অক্টোবর) জুম অ্যাপে সংবাদ সম্মেলন করেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর প্রায় সাত মাস হয়ে গেল। আমরা তারপর একত্রে খেলতে পারিনি। বিসিবি ঘরোয়া ক্রিকেটের বিষয়ে চিন্তা করছে। তাছাড়া ডিসেম্বরে বিদেশ সফরের দু’একটা আমন্ত্রণও আছে। এসব এখনো নিশ্চত নয়।’
ডমিঙ্গো বললেন, ‘আমি মনে করি, ঘরোয়া ক্রিকেট চালু করা দরকার। কোচ হিসেবে আমি চাইবো ছেলেরা প্রথমে ঘরোয়া ক্রিকেট খেলুক তারপর আন্তর্জাতিক ক্রিকেট খেলুক। যদি ঘরোয়া ক্রিকেট শুরু হয় তবে আমি বলব প্রথমে প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হওয়া দরকার।’
টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি রাসেল ডমিঙ্গো