Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত পোহালেই নির্বাচন; কে বসবেন বাফুফের চেয়ারে?


২ অক্টোবর ২০২০ ২০:৩৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১১:৪৪

ঢাকা: সময় রাত গড়িয়ে পূব আকাশে সূর্য উঠার পরপরই শুরু হবে আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এদিন একই সঙ্গে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। সকালে এজিএম আর দুপুর থেকে শুরু হবে নির্বাচন।

নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সেড়ে নিয়েছে নির্বাচন কমিশন।

৩ অক্টোবর (শনিবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত হচ্ছে নির্বাচন। চার বছর পর পর এই নির্বাচন হয়। দিনটির সকালে বার্ষিক সাধারণ সভা এবং দুপুর দু’টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সেড়ে ফেলার বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন। তিনি বলেন, ‘আমরা গতকাল ও আজ বাফুফে ভবন ও নির্বাচনের ভেন্যু সোনারগাঁও হোটেল পর্যবেক্ষণ করেছি। যেখানে প্রয়োজন পরামর্শ দিয়েছি। দুপুর দুইটায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ হবে ছয়টায়। এরপরই শুরু হবে গণনা। আশা করি যেভাবে কংগ্রেস যেভাবে হয় সেভাবেই হবে। পুরো সময়ে ডেলিগটরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। ভোট দেবেন ফলাফল দেখবেন।’

কোভিড-১৯’র জন্য বিশেষ নির্দেশনাও দিয়েছেন তিনি, ‘কোভিড সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। লাইন ধরার সময় আলাদা চিহ্ন থাকবে। থাকবে হাত ধোঁয়ার ব্যবস্থাও। এই হচ্ছে আয়োজন।’

এবার নির্বাচনে ২১টি পদে লড়াই করবেন মোট ৪৭ জন প্রার্থী। ভোট দিয়ে নির্বাচিত করবেন ১৩৯ ভোটার। কীভাবে ভোট দিতে হবে সেই নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে। প্রধান নির্বাচন কমিশনার বলেন,‘আমাদের তিন সেট ব্যালট পেপার রয়েছে। আমরা এক সেট ব্যবহার করবো। প্রতি সেটে ১৩৯টি ব্যালট। প্রথম ভোটের জন্য আমরা ১৩৯ কে দুই ভাগ করবো। একটি ৭০ অপরটি ৬৯। ভোট তাড়াতাড়ি করার জন্য দুই টেবিল দিক থেকে আট বুথে ভোট গ্রহণ চলবে। যাতে কোভিড মহামারির সময়ে দ্রুত ভোট আদায় করা যায়। দীর্ঘ সময় ধরে সম্মানিত ডেলিগেটদের হলে আটকিয়ে রাখতে চাচ্ছি না। তাই একদিক থেকে ৭০টা আরেক দিকে ৬৯টা নাম ডাকা হবে। তারা ব্যালট নিয়ে যাবেন, এক সঙ্গে চারটা ব্যালট দেয়া হবে। আগে একটা করে দেয়া হতো। চারটা ব্যালট নিয়ে বুথে ঢুকবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভোট দেয়া শেষে তিনি ভাজ করবেন। বাক্সে ঢালার আগে তিনি দেখবেন কোন ভোটটা কোন বাক্সে দিচ্ছেন। সভাপতির ভোট যাতে সভাপতির বাক্সে পড়ে। সিনিয়র সহ-সভাপতির ভোট যাতে নির্ধারিত বাক্সে পড়ে। ভোটারদের সুযোগ করে দিতে আমরা সাদা ব্যালট পেপারের পেছনে পদের নাম লিখে দিয়েছি। যাতে ভাজ করলে সভাপতি নামটা উপড়ে দেখা যায়। এই প্রক্রিয়ায় ভোট গ্রহণের পর ভোট গণনা করা হবে।’

ভোট কেন্দ্রে মোবাইল নেয়া নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন মেজবাহ বলেন, ‘আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই। ভোটিং কংগ্রেস হলের ভেতর কর্তৃপক্ষ ছাড়া কারও কাছে কোনও মোবাইল ফোন থাকবে না।’

এবার বাফুফে নির্বাচনে দুটি প্যানেল লড়াই করবে। একদিকে সালাউদ্দিন-মুর্শেদী প্যানেল অন্যদিকে আসলাম-মহি প্যানেল পরিষদ। সভাপতি পদে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন শফিকুল ইসলাম মানিক। স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে আরও পাঁচজন নির্বাচন করছেন। নাম প্রত্যাহার করেও পরে ইউটার্ন নিয়েছেন বাদল রায়। ব্যালট পেপারে আগের মতোই তার নাম থাকছে।

কমিশনার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

নির্বাচনকে কেন্দ্র করে সকল আয়োজন হলেও এদিন সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। যেখানে গত চার বছরে এজিএম হয়েছে মাত্র একবার। এজিএমে আর্থিক প্রতিবেদন থেকে শুরু করে ফেডারেশনের যাবতীয় হিসেব উপস্থাপন করা হবে।

কাজী সালাউদ্দিন বাফুফে বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর