প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত তাসকিন, সাইফ-সৌম্যর ফিফটি
২ অক্টোবর ২০২০ ২০:২৩ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ২১:৫২
করোনাকালে তারকা পেসার তাসকিন আহমেদের ঘাম ঝড়ানো অনুশীলনের কথা অনেকের মুখে শোনা গেছে। তাসকিন কতোটা ঘাম ঝড়িয়েছেন তার কিছু প্রমাণ মিলল আজ প্রস্তুতি ম্যাচে। দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি পেসার। ওদিকে ফিফটি পেয়েছেন দুই তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান ও সৌম্য সরকার।
সবকিছু ঠিক থাকলে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কা থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু কোয়ারেন্টাইনের সময় নিয়ে বনিবনা না হওয়াতে শ্রীলঙ্কা সফর করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময়টা আরও লম্বা হলো। এদিকে, মন্দের ভালো হিসেবে এই সময়টাতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুকের নামে দুই দলে ভাগ হয়ে মিরপুরে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে পড়েছেন ক্রিকেটাররা। এতে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজ প্রথম দিনের খেলায় প্রথমে ব্যাটিং করে ৬৩.৪ ওভারে ২৩০ রানে গুটিয়ে গেছে ওটিস গিবসন একাদশ। আলোকস্বল্পতার কারণে পরে আর ব্যাট করতে নামতে পারেনি রায়ান কুক একাদশ। দিনের খেলা শেষ হয়েছে সেখানেই।
আজ দিনের শুরু থেকেই বল হাতে আগুন ঝড়িয়েছেন রায়ান কুক একাদশের হয়ে খেলা তাসকিন। লকডাউনের সময় রাজধানীর বসিলায় গিয়ে তপ্ত বালুতে দৌড়েছেন। ওজন ঝড়িয়েছেন অনেকটা। অনুশীলন সেশনে তাসকিনের বোলিং প্রশংসা ছড়াচ্ছিল। আসল রুপটা দেখালেন আজ ম্যাচে।
নিজের প্রথম ওভারেই সাইফ হাসানের উইকেটটি পেতে পারতেন। তার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তরুণ ওপেনার। কিন্তু ঝাঁপিয়ে পড়েও ক্যাচ নিতে পারেননি সাদমান ইসলাম। তাসকিন উইকেট পেয়েছেন দ্বিতীয় ওভারেই। ব্যক্তিগত ৭ রানের মাথায় ইমরুল কায়েসকে স্লিপে ক্যাচ বানান তাসকিন। তার আগে ফুল লেংথের বলে ইমরুলকে একবার ভূপাতিতও করলেন।
অপর ওপেনার সাইফ হাসান ও তিনে নামা নাজমুল হাসান শান্তও তাসকিনের বিপক্ষে অস্বস্তিতে ছিলেন। তবে কুক একাদশের অপর দুই পেসার খালেদ আহমেদ ও আল আমিন হোসেনকে ছন্দময় দেখা গেল না। এই সুযোগ নিয়ে রানের চাকা ঘুরিয়েছেন দুই তরুণ সাইফ ও শান্ত।
অ্যাকশন পাল্টানো অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আক্রমণে এসেও খুব একটা পরীক্ষা নিতে পারেননি দুই তরুণের। এই জুটি ভেঙেছে অবশ্য তাইজুলের কল্যাণেই। তার নিচু হওয়া বলে আলগা শট খেলে ফিরেছেন সাইফ। তার আগে ৮৪ বলে ৯ চার ১ ছক্কায় ৬৪ রান করেছেন তরুণ ওপেনার।
পরে দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ খেলতে থাকা শান্তকে ফিরিয়েছেন তাসকিন। ফেরার আগে ৪২ রান করেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর গিবসন একাদশের হয়ে বলার মতো রান এসেছে কেবল সৌম্যর ব্যাট থেকে। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেছেন ড্যাশিং ব্যাটসম্যান।
গিবসন একাদশের হয়ে খেলা অভিজ্ঞ মাহমুদুল্লাহর দিকে তাকিয়ে ছিলেন অনেকে। টেস্ট দল থেকে বাদ পড়া অভিজ্ঞ ক্রিকেটার ফেরার দাবি তুলতে পারেন কিনা সেটা দেখার ছিল। কিন্তু প্রথম ইনিংসে কাজে লাগাতে পারেননি সুযোগ। ৩৪ রান করে আউট হয়েছেন তাসকিনের বলেই।
শেষ দিকের নাটকীয়তায় মাত্র ৬ রানে ৫ উইকেট হারিয়ে ২৩০ রানে গুটিয়ে যায় গিবসন একাদশ। শেষের তালগোলে ‘ভয়ঙ্কর বোলার’ হয়ে উঠলেন কুক একাদশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। মাত্র ১.৫ ওভার বোলিং করেই ২ উইকেট তুলে নিয়েছেন মিঠুন। অভিজ্ঞ তাইজুল ইসলাম নিজের ঝুড়িতে ভড়েছেন তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওটিস গিবসন একাদশ: ২৩০/১০, ওভার ৬৩.৪ (সাইফ ৬৪, ইমরুল ৭, শান্ত ৪২, মাহমুদউল্লাহ ৩৪, লিটন ৭, সৌম্য ৫১, মোসাদ্দেক ১৩, নাঈম ২, মুস্তাফিজ ০, ইবাদত ৪, হাসান ০*; তাসকিন ১৭-৪-৪৫-৩, খালেদ ১৩-৩-৫৯-১, আল আমিন ৮-০-১৯-০, তাইজুল ১৭-১-৭০-৩, সাইফ উদ্দিন ৭-১-৩০-১, মিঠুন ১.৪-০-৫-২)।
ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি