র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে গেল বাংলাদেশ নারী দল
২ অক্টোবর ২০২০ ১৯:২১ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ২৩:৪৫
ছেলেদের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে অনেক আগেই বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ছেলেদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাত নম্বরে, শ্রীলঙ্কা আটে। এবার মেয়েদের ক্রিকেটেও লঙ্কানদের টপকে গেল বাংলাদেশ।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে উঠে বসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নয় নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কান নারীরা। এশিয়া কাপ জয়ী বাংলাদেশি নারীদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১। ওদিকে শ্রীলঙ্কার পয়েন্ট কমে হয়েছে ৪৭।
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদের পর এই রেটিং জানিয়েছে আইসিসি। এতে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমের পাওয়া পয়েন্টের ৫০ ভাগ এবং ২০১৯-২০ মৌসুমে পাওয়া পয়েন্টের ১০০ ভাগ ধরে হিসেব করা হয়েছে। যাতে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৭টি।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপর সাত নম্বরে আছে এশিয়ার অপর ক্রিকেট পরাশক্তি পাকিস্তান, তাদের রেটিং পয়েন্ট ৭৭। ভারত ১২১ পয়েন্ট নিয়ে আগের অবস্থান দুই নম্বরেই আছে। তবে ভারতীয়দের রেটিং পয়েন্ট কমেছে ৪টি।
শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া। অজিদের ধারেকাছেও কেউ নেই, তাদের রেটিং পয়েন্ট ১৬০। এরপর সেরা দশের অপর অবস্থানগুলোতে আছে যথাক্রমে- তিনে ইংল্যান্ড (১১৯ রেটিং পয়েন্ট), চারে দক্ষিণ আফ্রিকা (১০৭), পাঁচে নিউজিল্যান্ড (৯৪), ছয়ে ওয়েস্ট ইন্ডিজ (৮৫) আর দশ নম্বরে থাকা আয়ারল্যান্ডের রেটিং ১৩।
এদিকে, টি-টোয়েন্টিতে আগের র্যাঙ্কিংয়েই আছে বাংলাদেশ। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে সালমা খাতুনের দলের অবস্থান নয় নম্বরে। শীর্ষে যথাক্রমে অস্ট্রেলিয়া। অজিদের রেটিং পয়েন্ট ২৯১।