Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২শ দিন পর ম্যাচে ফিরছেন টাইগাররা


১ অক্টোবর ২০২০ ১৭:১৭ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৭:২৬

দিনের হিসেবে ঠিক ২শত দিন পরে আগামীকাল আবার ক্রিকেটে ফিরছেন টাইগাররা। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে ২২ গজের লড়াইয়ে নামবেন হবেন মুমিনুল-মুশফিকরা।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সবশেষ ম্যাচটি খেলেছিলেন মার্চের ১৬ তারিখ। ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুমের প্রথম রাউন্ডের ম্যাচে ব্যাটে-বলের লড়াইয়ে নেমেছিলেন। ঠিক তখন প্রাণঘাতী করোনাভাইরাস দেশজুড়ে প্রাদুর্ভাব ছড়াতে শুরু করলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ক্রিকেট।

বিজ্ঞাপন

এভাবে কেটে গেছে ২শত দিন। আবার কবে ক্রিকেট ফিরবে সেই অপেক্ষায় এতগুলো দিন তারা প্রহর গুনছেন। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহরের অবসান হতে চলেছে।

শুক্রবার (২অক্টোবর) দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে আবার ২২ গজের যুদ্ধে নামছেন ডমিঙ্গো শিষ্যরা। যদিও ম্যাচটি প্রথম শ্রেণীর ক্রিকেটে স্বীকৃতি পাচ্ছে না। কিন্তু তাতে কী এসে যায়? করোনার রক্তচক্ষু উপেক্ষা করে ম্যাচে ফিরছেন এটাই বা কম কিসে?

হোম অব ক্রিকেটে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। আর এই প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবেন শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ ক্রিকেটার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ক্রিকেট ফিরছে মাঠে খেলা ফেরাচ্ছে বিসিবি টপ নিউজ ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর