Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে নির্বাচন: মানিকের ২১ প্রতিশ্রুতি ও ভিশন ২০৩৩


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৭

ঢাকা: বাফুফের নির্বাচনে অনেক চমক উপহার দিয়ে সভাপতি পদে দাঁড়ানো শফিকুল ইসলাম মানিক কাজী সালাউদ্দিনের পূর্ণাঙ্গ প্যানেলের ৩৬ প্রতিশ্রুতির বিপরীতে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। তৃণমূল ফুটবলে উন্নয়নের পাশাপাশি তার ইশতেহারে জায়গা পেয়েছে জাতীয় দল নিয়ে ভিশন ২০৩৩।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তৃণমূল ফুটবলের উন্নয়নকে প্রাধান্য দিয়ে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই কোচ।

বিজ্ঞাপন

তবে সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী সালাউদ্দিন পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিলেও মানিক লড়ছেন একাই। ইশতেহারে তৃণমূলের ফুটবলকে প্রাধান্য দিয়েছেন তিনি। জেলা ফুটবল ও ঢাকার সবচেয়ে জুনিয়র স্তরের ফুটবল পাইওনিয়ার লিগ থেকে প্রিমিয়ার লিগ পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত খেলা আয়োজন করার কথা বলেন। তাঁর ইশতেহারে জাতীয় পর্যায়ে শেখ জামালের নামে প্রতি বছর অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের প্রস্তাব রাখা হয়েছে। ঘরোয়া টুর্নামেন্টের বাস্তবায়নযোগ্য ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলারও ঘোষণা রয়েছে মানিকের ইশতেহারে।

একই সঙ্গে ভিশন ২০৩৩ ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ। তার এই ভিশনে রয়েছে অলিম্পিক উপযোগী একটি যুব দল গঠন করা। যারা এক সময়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। জাতীয় দল নিয়েও ভাবনা রয়েছে মানিকের ইশতেহারে। তিনি নির্বাচিত হলে জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো ও বীমার ব্যবস্থা করতে চান। এ ছাড়া যেকোনো ধরনের আর্থিক অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও বলেছেন তিনি।

নির্বাচিত হলে ঘরোয়া ফুটবলের ‘ক্যানসার’ খ্যাত পাতানো ম্যাচ চিরতরে বন্ধ করারও ব্যবস্থা নেবেন বলে জানান মানিক। একই সঙ্গে ২১ দফা ইশতেহারে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে কাউন্সিলরদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নির্বাচিত হলে ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের ঘোষণা দিয়ে রাখলেন। সেই সঙ্গে ফুটবলে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত থাকার অঙ্গীকার করলেন মানিক। মানিককে সমর্থন দিতে ইশতেহার অনুষ্ঠানে এসেছিলেন এক সময়ের তারকা ফুটবলার তারই সতীর্থ তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।

বিজ্ঞাপন

মানিকের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গেল ১২ বছরের কাজী সালাহউদ্দীনের কমিটি যে কোনো উন্নতি করতে পারেনি, তার ফিরিস্তিও তুলে ধরেন। যারা ১২ বছরেরও ফুটবলের উন্নতি করতে পারেননি; তারা আগামী ৪ বছরেও করতে পারবে না এমনটাই বলেন সাব্বির। আগামীতে ফুটবল যেন একটি ভালো জায়গায় যেতে পারে, সে জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে মানিকের জন্য কাউন্সিলরদের কাছে ভোটও চান সাব্বির।

গুঞ্জন রয়েছে, বাফুফের নির্বাচন মানেই টাকার খেলা। কোটি কোটি টাকার লেনদেন হয় এখানে। অর্থের ঝনঝনানিতে উতরে যেতে পারবেন তো মানিক? এমন প্রশ্নের জবাবে মানিকের কথা, ‘কাউন্সিলরদের প্রতি আমার আস্থা রয়েছে। উনারা টাকার কাছে বিক্রি হবেন না। আমার সঙ্গে প্রায় ১০০ জন কাউন্সিলরের কথা হয়েছে। সেখানে ২০ জনও বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দীনের পক্ষে নেই। আমি আশাবাদী নির্বাচনে কাউন্সিলররা আমাকেই ভোট দেবেন।’

শফিকুল ইসলাম মানিক ২১ দফা ইশতেহার দিয়েছেন বাফুফে নির্বাহী কমিটি ২১ সদস্য বিশিষ্ট এজন্য এবং তার ভিশন ২০৩৩ কারণ তার ব্যালট নম্বর ৩ এবং ভোটের দিন ৩ তারিখ।

টপ নিউজ নির্বাচনী ইশতেহার বাফুফে নির্বাচন বাংলাদেশ ফুটবল ফেডারশন-বাফুফে শফিকুল ইসলাম মানিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর