প্রধানমন্ত্রীর জন্মদিনে বিসিবি’র দোয়া মাহফিল
২৮ সেপ্টেম্বর ২০২০ ২০:২১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০:২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশরত্নের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিসিবি একাডেমি মাঠে আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে কোরআন পাঠেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, নারী ক্রিকেট দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, অর্থ কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিক, সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদসহ আরও অনেকে।
দোয়া মাহফিল নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিলাদ মাহফিল শেখ হাসিনার জন্মদিন