Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ ম্যাচ পর বায়ার্নকে হারের স্বাদ দিল হফেনহেইম


২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৩

সকল প্রতিযোগিতে মিলিয়ে টানা ৩২টি ম্যাচ ধরে অপরাজিত বায়ার্ন মিউনিখ। এর মধ্যে বুন্দেস লিগা, জার্মান কাপ এবং ইউরোপের সবচেয়ে সম্মানজনক শিরোপা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপিয়ান ট্রেবল নিশ্চিত করেছে। এত কিছুর পর অবশেষে হারের মুখ দেখতে হলো সদ্যই উয়েফা সুপার কাপ জয়ী বায়ার্ন মিউনিখকে। বুন্দেস লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হফেনহেইমের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জিতে শিরোপা নিশ্চিত করে বায়ার্ন। আর তাতেই রিয়াল মাদ্রিদের গড়া ২০১৫ সালের রেকর্ড ডিঙিয়ে নতুন রেকর্ড রচনা করেন হানসি ফ্লিক। সে সময় রিয়াল মাদ্রিদের দখলে টানা ২২টি ম্যাচ জয়ের রেকর্ড ছিল, যা গত ম্যাচে ভেঙে ২৩টি ম্যাচ জিতেছিল বায়ার্ন। আর চোখ ছিল ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে টানা সর্বোচ্চ ২৬টি ম্যাচ জেতা আয়াক্সের রেকর্ডের দিকে। তবে তা আর হলো না বুন্দেস লিগার দ্বিতীয় ম্যাচে চার চারবার নিজেদের জাল থেকে বল কুড়াতে হয়েছে ম্যানুয়েল নয়্যারকে।

বিজ্ঞাপন

ম্যাচের আধা ঘণ্টা স্পর্শের আগেই বায়ার্নের জালে দুই দুইবার বল জড়ায় হফেনহেইম। এরমিন বাইকসিস ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন, আর ২৪ মিনিটে মানাস ডাব্বুরের দ্বিতীয় গোল করেন। গোল হজম করার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাতে থাকে বায়ার্ন। সাফল্যও পেয়ে যায় ম্যাচের ৩৬ মিনিটে, থমাস মুলারের অ্যাসিস্ট থেকে জশুয়া কিমিচের গোল ব্যবধান ২-১ করে বায়ার্ন। আর এরপরেই বিরতি।

বিরতি থেকে ফিরে বল নিজেদের দখলে রাখতে শুরু করে বায়ার্ন। আক্রমণও বাঁড়াতে থাকে তবে কিছুতে কিছু যেন হচ্ছিল না ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে অ্যানড্রেজ ক্রামারিচের গোল ৩-১ গোলে এগিয়ে যায় হফেনহেইম। আর তখন থেকেই যেন হারের প্রহর গুনতে শুরু করে ট্রেবলজয়ীরা। আর বাভারিয়ানদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রামারিচ।

বিজ্ঞাপন

ম্যাচের অন্তিম মুহূর্তে বাভারিয়ানদের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েন হফেনহেইম ফরোয়ার্ড বেবু। বল দখল করতে গিয়ে তাকে ডি বক্সের ভেতরে ফাউল করে বসেন ম্যানুয়েল নয়্যার আর সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি দেন রেফারি। ম্যাচের ৯২ মিনিটে পেনাল্টি থেকে নিজেদের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন ক্রামারিচ। আর তাতেই ৩২ ম্যাচ পর হারের স্বাদ পেতে হয় বাভারিয়ানদের। এই সময়ে তারা ১০৮টি গোল এবং চারটি শিরোপা জিতেছে।

এই জয়ে হফেনহেইম ৬ পয়েন্ট নিয়ে বুন্দেস লিগার টেবিলে শীর্ষে উঠে এসেছে আর বায়ার্ন মিউনিখ এক জয় এবং এক হারে ৭ম স্থানে।

২০২০/২১ মৌসুম জার্মান বুন্দেস লিগা বায়ার্ন মিউনিখ বনাম হফেনহাম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর