Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহবুবে আলমের মৃত্যুতে বিসিবি’র গভীর শোক


২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:১৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:২৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা এই প্রজ্ঞাবান আইন প্রণেতা ৭১ বছর বয়সে আজ পরপারে পাড়ি জমিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায় টাইগার প্রশাসন।

শোকবার্তায় বিসিবি সভাপতি পাপন নাজমুল হাসান পাপন তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘একজন আইন পরামর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ঘটনায় মাহবুব আলমের গুরুত্বপূর্ণ উপদেশ ও নির্দেশনা আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। বাংলাদেশের বিচার ব্যবস্থায় তিনি ছিলেন সবচেয়ে আলোকিত ব্যক্তিত্ব এবং এই ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়। বিসিবি’র পক্ষ থেকে আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

গেল ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে ভর্তি হয়েছিলেন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা চলাকালীন গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর ৯ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি ইহকালের মায়া ত্যাগ করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি'র শোক মাহবুবে আলম মাহবুবে আলমের মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর