Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুয়ারেজের জোড়া গোলের অভিষেকে বড় জয় অ্যাটলেটিকোর


২৭ সেপ্টেম্বর ২০২০ ২২:০৯

ম্যাচের ৭০ মিনিটে ডিয়েগো কস্টার বদলি হিসেবে মাঠে নামেন সদ্যই বার্সেলোনা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখানো লুইস সুয়ারেজ। আর নামার মাত্র দুই মিনিটের মাথায় মার্কোস লরেন্তের গোলের যোগান দেন এই স্ট্রাইকার। এরপর ৮৫ মিনিটে লরেন্তের অ্যাসিস্ট থেকে আর ৯৪ মিনিটে দ্বিতীয় গোল করে অ্যাটলেটির হয়ে অভিষেকে রাঙান সুয়ারেজ। আর তার জোড়া গোলে ভর করে ৬-১ বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করে অ্যাটলেটি।

বিজ্ঞাপন

সুয়ারেজ মাঠে নামার আগেই অবশ্য ৩-০ গোলে এগিয়ে ছিল মাদ্রিদের ক্লাবটি। ঘরের মাঠে গ্রানাডাকে আতিথ্য দেওয়ার মধ্য দিয়ে ২০২০/২১ মৌসুমের যাত্রা শুরু হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগা মাঠে গড়ানোর দুই সপ্তাহ পর যাত্রা শুরু অ্যাটলেটিকোর। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলার কারণে অতিরিক্ত দুই সপ্তাহ বিশ্রাম পায় দলটি। আর শুরুর ম্যাচেই বাজিমাৎ সিমিওনের দলের।

ম্যাচের ৯ মিনিটে গোল করে অ্যাটলেটির মৌসুমে যাত্রা শুরু করেন ডিয়েগো কস্টা, এরপর ১৬ মিনিটে দ্বিতীয় গোলের কাছে গিয়েও ব্যর্থ মাদ্রিদের দলটি। পেনাল্টি স্পট থেকে সাউল নিগুয়েজ গোল করতে ব্যর্থ হলে দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় সিমিওনের দলের। আর তাতেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় কস্টাদের।

বিরতি থেকে ফিরে দুর্দান্ত বিক্রমে ফেরে অ্যাটলেটি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার দুই মিনিটের মাথায় জাও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে ২-০ গোলে এগিয়ে যায়স স্বাগতিকরা। আর শুরুটা সেখানেই, এরপর ৬৫ মিনিটে কোরেয়া ফেলিক্সের উপকারের প্রতিদান দেন। নিজের প্রথম গোলের যোগানদাতা ফেলিক্সের গোলের যোগানদাতা বনে যান তিনি।

এরপর ৭০ মিনিটে কস্টার বদলি হিসেবে মাঠে নামা সুয়ারেজের ম্যাজিক শুরু। মাঠে নেমেই লরেন্তের গোলে সাহায্য করেন। এরপর ৮৫ মিনিটে সুয়ারেজ অ্যাটলেটিকোর হয়ে নিজের প্রথম গোল করেন। যদিও এর মিনিট দুই পরে একটি গোল পরিশোধ করে গ্রানাডা। তবে তা কেবল তাদের হারের ব্যবধানটাই কমায়। ম্যাচের ৮৭ মিনিটে গ্রানাডার হয়ে একটি গোল করেন জর্জ মোলিনা। তবে তখনও সুয়ারেজের খেলা বাকি রয়েছে। ম্যাচের অন্তিম মুহূর্তে সুয়ারেজকে উদ্দেশ করে গ্রানাডার ডি বক্সে বল ক্রস করেন লরেন্তে আর সুয়ারেজের দুর্দান্ত শট বারে লেগে ফিরে আসে। তবে সুয়ারেজ নিজেকে কিছুটা ভাগ্যবান মনে করতেই পারেন। কেননা বল বারে লেগে আবারও তার কাছেই ফিরে আসে। আর রিবাউন্ড থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ৬-১ ব্যবধানে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

২০২০/২১ মৌসুম অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম অ্যাটলেটিক বিলবাও লুইস সুয়ারেজ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর