Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গিল বন্দনায় মর্গান-কার্তিকরা


২৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৪

আইপিএলে কাল ৭০ রানের দারুণ এক ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ভারতের তারুণ ব্যাটসম্যান শুভমান গিল। অঙ্কের হিসেবে গিলের ইনিংসটাকে আহামরি বলার সুযোগ নেই। ৭০ রান করতে খেলেছেন ৬২টি বল। ২১ বছর বয়সী তরুণ চার মেরেছেন ৫টি, ছক্কা ২টি। স্ট্রাইকরেট ১১২.৯০। টি-টোয়েন্টিতে এমন ইনিংস দেখা যায় অহরহই। তবে ম্যাচের পরিস্থিতি ও যেভাবে রান তুলেছেন গিল সেটা মুগ্ধ করেছে অনেককেই।

সানরাইজার্স হায়দ্রাবাদের ১৪২ রানের জবাব দিতে নেমে ৬ রানের মাথায় প্রথম উইকেট হারানো কলকাতা নাইট রাইডার্স একটা সময় ৫৩/৩ হয়ে পড়ে। প্রতিপক্ষের বোলিং আক্রমন ক্রমেই জ্বলে উঠছিল। গিলের দারুণ ইনিংসটিতে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে কলকাতা। চতুর্থ উইকেটে ইয়ান মর্গানের সঙ্গে গিলের জুটি ছিল অপরাজিত ৯২ রানের। ফলে মর্গান কাছ থেকে গিলকে খেলতে দেখেছেন। ভারতীয় তরুণের কব্জির কাজ মুগ্ধ করেছে ইংলিশ অধিনায়ককে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে গিল বিষয়ে মর্গানের মুল্যায়ন, ‘সত্যি বলতে, তাকে খুব বেশি কিছু বলতে হয়নি আমার। নিজের খেলা খুব ভালো বোঝে সে। তার ব্যাটিং দেখা চোখের জন্য শান্তি, ব্যাট সুইং ভালো। অলস একটা সৌন্দর্য আছে, দেখার জন্য দারুণ। খুবই ভালো ছেলে সে, শেখার জন্য খুবই ক্ষুধার্ত। তার সঙ্গে আবার ব্যাট করতে ভালো লাগবে আমার। আমার মনে হয়, সব সাফল্যই তার প্রাপ্য।’

কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক মনে করিয়ে দিলেন, গোটা বিশ্বই গিলকে নিয়ে কথা বলছে, ‘ তরুণদের ভালো করতে দেখা দারুণ। আমি চাই, ক্রিকেটের পথ ধরে গিলের এই ভ্রমণ উপভোগ্য হোক। গোটা বিশ্ব কথা বলছে তাকে নিয়ে। এজন্যই আমি নিশ্চিত করতে চাই, সে যেন কোনো চাপ ছাড়া সামনে এগিয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন অধিনায়কই বানিয়ে দিলেন গিলকে। পিটারসেন টুইট করেছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়া উচিত তার… শুভমান গিল।’

ভারতের ২১ বছর বয়সী তরুণ অনেকদিন ধরেই আলোচিত। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। সেই বছরই তাকে ১ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা। প্রথম মৌসুমে প্রায় ৩৪ গড়ে ২০৩ রান করেন গিল। পরের বছর ৩৩ গড়ে করেন ২৯৬ রান। টপ অর্ডার ব্যাটসম্যান হলেও প্রথম দুই মৌসুমে তাকে নিচের দিকে খেলিয়েছে কলকাতা। এবার সুযোগ মিলেছে পছন্দের ওপেনিং পজিশনেই। শুরুটাও ভালো হলো গিলের।

তরুণ ক্রিকেটার ভারতের ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম শ্রেণির ২১ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি করে ফেলেছেন, গড় ৭৩.৫৫। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ব্যাটিং গড় ৪৫.৬০।

আইপিএল ২০২০ কলকাতা নাইট রাইডার্স শুভমান গিল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর