জিদানের সেঞ্চুরিতে মৌসুমের প্রথম জয় রিয়ালের
২৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩১
গেল মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের নতুন ২০২০/২১ মৌসুমের শুরুটা হয়েছে পয়েন্ট হারিয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচেই রিয়াল বেতিসের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে সার্জিও রামোসবাহিনী। পেনাল্টি স্পট থেকে ম্যাচের ৮২তম মিনিটে পেনেনকা শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন সার্জিও রামোস।
এদিকে রিয়াল বেতিসের বিপক্ষের জয়টি লস ব্ল্যাঙ্কোস ম্যানেজার জিনেদিন জিদানের ১০০তম লা লিগার ম্যাচ জয়। রিয়াল মাদ্রিদের ইতিহাসে লা লিগায় জিদানের থেকে বেশি জয় আছে কিংবদন্তি কোচ মিগুয়েল মুনেজের। গ্যালাক্টিকদের ডাগ আউটে ১০০তম ম্যাচ জিততে জিদানের লেগেছে মাত্র ১৪৭টি ম্যাচ। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বেনহাক্কার। তিনি লস ব্ল্যাঙ্কোসদের ডাগ আউটে জিতেছেন ৮৯টি ম্যাচ। আর মিগুয়েল মুনেজ জিতেছেন ২৫৭টি লা লিগা ম্যাচ।
রিয়ালের মৌসুমের প্রথম জয়ের অপেক্ষাটা আরও বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাঠে নামে রিয়াল বেতিস। ম্যাচের তৃতীয় মিনিটেই করিম বেনজেমা রিয়াল বেতিসের জালে বল জড়ান, তবে অফসাইডের কবলে পড়ে তা বাতিল হয়ে যায়। এরপর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লস ব্ল্যাঙ্কোসদের। ম্যাচের ১৪তম মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে অল হোয়াইটসদের মৌসুমের প্রথম গোল করেন ফেদেরিকো ভালভার্দে। রিয়াল এগিয়ে যায় ১-০ গোলে।
প্রথম গোলের মিনিট খানেক পর দ্বিতীয় গোলের সহজ সুযোগ হেলায় হারান সার্জিও রামোস। নিজেদের অর্ধে বল পেয়ে তা বাড়িয়ে দিয়ে বেতিসের ডি বক্সে ঢুকে পড়েন রামোস এরপর বল পেয়ে রামোসের দিকে তা বাড়িয়ে দেন লুকা জোভিচ। তবে বল জালে জড়ানোর বদলে তা গোলপোস্টের বাইরে পাঠিয়ে দেন লস ব্ল্যাঙ্কোস অধিনায়ক। ম্যাচের তখন ৩৫ মিনিট বেতিস মিডফিল্ডার সার্জিও ক্যানালেসের দুর্দান্ত এক ক্রস থেকে হেড দিয়ে রিয়ালের জালে প্রথম বল জড়ান আইসা মান্ডি। এর মিনিট দুই পরে রিয়ালের জালে আবারও গোল। এবার বেতিসের হয়ে গোল করেন উইলিয়াম কার্ভালহো।
ম্যাচের ৩৭ মিনিটে রিয়ালের ডি বক্সে থ্রু পাস দেন নাবিল ফেকির, আর সেখানে এক টাচে বল আয়ত্তে এনে বলে জোরালো শট নেন উইলিয়াম কার্ভালহো। ম্যাচের ১৪ মিনিটে গোল হজম করেও প্রথমার্ধ শেষের আগেই দুই গোল করে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল বেতিস। এদিকে প্রথমার্ধ শেষের আগেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রিয়ালের মধ্যমাঠের কাণ্ডারি টনি ক্রুস। তার পরিবর্তে মাঠে নামেন লুকা মদ্রিচ।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে রিয়াল, আর মৌসুমের প্রথম জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে শুরু করে লস ব্ল্যাঙ্কোসরা। দুর্দান্ত আক্রমণে ভেঙে পড়ে বেতিসের রক্ষণ, বেতিসের রক্ষণের ডেডলক ভাঙে এমারসনের আত্মঘাতি গোলে। ডান প্রান্ত থেকে কার্ভাহালের ক্রসে শট নিতে যান বক্সে থাকা করিম বেনজেমা। তবে বেনজেমা পা ছোঁয়ানোর আগে তার আগে দাঁড়ানো ডিফেন্ডার এমারসনের পায়ে লেগে বল চলে যায় জালে। আর তাতেই ম্যাচের ৪৮তম মিনিটে এসে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।
সমতায় ফিরে মরিয়া হয়ে খেলতে থাকে লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ৬৭ মিনিটে বল নিয়ে বেতিসের গোলবরাবর এগুচ্ছিলেন জোভিচ, সামনে কেবল বেতিস গোলরক্ষক জোয়েল রোবেলস এমন পরিস্থিতিতে নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করতে জোভিচকে পেছন থেকে ফাউল করেন এমারসন। রেফারি ভিএআর দেখে নিশ্চিত হয়ে এমারসনকে লাল কার্ড দেখান। ম্যাচের তখনও নির্ধারিত সময়ের ২৩ মিনিট বাকি।
তবে গোলের জন্য লস ব্ল্যাঙ্কোসদের অপেক্ষা করতে হয় ৮২ মিনিট পর্যন্ত। সেখানেও ছিল নাটকীয়তা। ম্যাচের ৭৯ মিনিটে মার্ক বার্তার হাতে বল লাগায় ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। আর পেনাল্টি স্পট থেকে পেনেনকা শটে গোল করেন সার্জিও রামোস। শেষ দিকে লস ব্ল্যাঙ্কোসরা আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত রামোসের পেনেনকা থেকে করা তৃতীয় গোলেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।
২০২০/২১ মৌসুম টপ নিউজ রিয়াল বেতিস বনাম রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন সার্জিও রামোস স্প্যানিশ লা লিগা