Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের অনুশীলন তিন দিন বন্ধ


২৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৩

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে গত ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের স্কিল অনুশীলন। সফরের অংশ হিসেবে ওইদিনই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করেছিলেন মুমিনুল হক অ্যান্ড কোং। ৬ দিনের এই অনুশীলনের আজই ছিল শেষ দিন। সেই দিনের শেষ না হতেই খবর এল আগামি তিন দিন অনুশীলন হবে না। অর্থাৎ আগামি রোব, সোম ও মঙ্গলবার স্কিল অনুশীলন করবে না টিম টাইগার্স।

বিজ্ঞাপন

অনুশীলন না থাকায় ক্রিকেটাররা টিম হোটেলে থাকবেন না। অনেকে পরিবারের কাছে চলে যাবেন। আবার কেউ মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে গিয়ে উঠবেন। অর্থাৎ অনুশীলন বন্ধের তিন দিন জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে থাকছেন না ক্রিকেটাররা। জানা গেছে, ৩০ সেপ্টেম্বর আবারও হোটেলে গিয়ে উঠছেন তারা।

মূলত এই ক’দিন লঙ্কান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেহেতু শনি ও রোববার দেশটিতে সরকারি ছুটি সেহেতু তারা আশা করছে সোম কি মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানতে পারবে। যদি বিসিবি’র দেওয়া শর্তে দেশটির কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স নমনীয়তা প্রদর্শন করে তাহলে হয়ত অনুশীলন নিয়ে এক ধরনের সিদ্ধান্ত হবে। আর তা না হলে অন্য রকম সিদ্ধান্ত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিসিবিতে সিইও নিজাম উদ্দিন চেধৈুরী সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে সভাশেষে সংবাদমাধ্যমকে একথা জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বললেন, ‘আমাদের যে পরিকল্পনা ছিল সেটাই তো হচ্ছে। এর মধ্যে তিনদিন বিরতি দিয়েছি। এই তিন দিনের মধ্যে ফল চলে এলে তো হলোই। আর সফর না হলে তো সভাপতি বলেছেন একটা ঘরোয়া টুর্নামেন্ট হবে। কাজেই আমাদের পরিকল্পনা এ, বি করাই আছে।’

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আরো একটি বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আকরাম। আর সেটা হলো, অবধারিতভাবেই সিরিজ পিছিয়ে যাচ্ছে। তবে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠে গড়াবেই।

আকরামের মুখেই শুনুন, ‘ওরা চেষ্ট করছে। ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ট্যুরটা করতে। আমার মনে হয় ওরা ইতিবাচক আছে। আজকে বা কালকে ওদের বন্ধ। আশা করছি সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত কিছু চলে আসবে। যদি ইতিবাচক হয় আমরা অক্টোবর মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের যে শ্রীলঙ্কান টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। অতএব ওদের কাছে সময় আছে।’

বিজ্ঞাপন

অনুশীলন বন্ধ টপ নিউজ টাইগারদের অনুশীলন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর