Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোমুখি চেন্নাই-দিল্লি, নজর থাকবে ধোনির ওপর


২৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৫

চলতি আইপিএলে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সাফল্য ব্যর্থতার হার ফিফটি ফিফটি। দুই ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে অন্যটি হেরেছে তিনবার আইপিএল শিরোপা জেতা দলটি। দ্বিতীয় জয়ের খোঁজে আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে চেন্নাই। প্রতিপক্ষ শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটাল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে আজ নিশ্চয় আলাদা নজরই থাকবে। সাতে নেমে চেন্নাইয়ের প্রথম ম্যাচে রান করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ২৯ রান করেছেন বটে কিন্তু তাতে সমালোচিতও হয়েছেন বেশি।

বিজ্ঞাপন

রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে ২১৬ রানের জবাব দিতে নেমে ধোনি ব্যাটিং করতে নেমেছিলেন সাত নম্বরে। ততোক্ষণে চেন্নাইয়ের হার অনেকটা নিশ্চিত। তারপরও যে যদি-কিন্তুর হিসেব টিকে ছিল ধোনি নিজেই সেটা নষ্ট করেছেন। প্রথম ১২ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান! কম বলে যখন বেশি রান লাগছে তখন নিজে না ব্যাটিংয়ে এসে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরানের মতো ব্যাটসম্যানদের মাঠে পাঠিয়েছেন ধোনি। সমালোচকরা ছেকে ধরেছেন তাতেই। সাত নম্বর পজিশনকেই নিজের জন্য সেট করে নিচ্ছেন নাকি আজ আগে ব্যাট করতে আসছেন তা দেখার একটা আগ্রহ সবারই থাকবে।

তাছাড়া দারুণ একটা মাইলফলকের সামনেও দাঁড়িয়ে ধোনি। আর মাত্র ২টি ছক্কা হাঁকাতে পারলেই রোহিত শর্মা, সুরেশ রায়নার পর তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে তিনশ ছক্কা হাঁকানোর মাইলফলক ছুঁবেন তিনি।

দলীয় হিসেবে বেশ ছন্দেই আছে চেন্নাই। প্রথম ম্যাচে ‘হট ফেভারিট’ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো চেন্নাই দ্বিতীয় ম্যাচে জিততে না পারলেও ২০০ রান তুলেছে। দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন। চেন্নাইয়ের স্পিনারদের সঙ্গে ফর্মে আছেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিও।

বিজ্ঞাপন

এদিকে, প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে সুপার ওভারে হারিয়ে দিল্লিও বেশ চনমনে। কাগিসো রাবাদা প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। অজি অলরাউন্ডার মার্কাস স্টায়নিস দারুণ ফর্মে আছেন। দেখা যাক আজ শেষ হাসি কাদের মুখে শোভা পায়।

দু’দলের সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, স্যাম কুরান, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), দ্বীপক চাহার, শার্দুল ঠাকুর, পিয়ুস চাওলা ও লুঙ্গি এনগিডি।

দিল্লি ক্যাপিটাল: পৃথ্বী শ, শেখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), ঋষভ পন্ট (উইকেটরক্ষক), মার্কাস স্টায়নিস, অক্ষর প্যাটেল, আমিত মিশ্র, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও মোহিত শর্মা।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর