Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় জয়ের খোঁজে ধোনি


২২ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৫

প্রায় তেরো মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে শুরুটা সুবিধার হয়নি মহেন্দ্র সিং ধোনির। তবে দল দারুণ জয় পেয়েছে। ১৩তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। আজ দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামবে ধোনির দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে চেন্নাই। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বিজ্ঞাপন

আজকের ম্যাচে ধোনির দলই এগিয়ে থাকবে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের মতো শক্ত প্রতিপক্ষকে হারানোর অভিজ্ঞতা তো আছেই, সঙ্গে রাজস্থানের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কার্যকারী ক্রিকেটার মনে করা হচ্ছে বেন স্টোকসকে। কিন্তু বাবার ক্যান্সারের কারণে রাজস্থানে এখনো যোগ দিতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। পারিবারিক সমস্যার কারণে ইংল্যান্ডের আরেক তারকা হার্ড হিটার জস বাটলারও এখনো দলে যোগ দিতে পারেননি। এদিকে, চেন্নাইয়ের যেখানে শক্তির জায়গা সেখানে রাজস্থানের চিরাচরিত দূর্বলতা।

স্পিন বোলিংয়ের বিপক্ষে বরাবরই হতাশজনক পরিসংখ্যান রাজস্থানের। ধোনির দলের শক্তির জায়গাই সেটা। রবীন্দ্র জাদেজা, পিয়ুষ চাওলা প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন। চেন্নাই যে ব্যাটিংয়েও কম শক্ত নয় সেটা প্রথম ম্যাচে বুঝিয়েছেন ফাফ ডু প্লেসি, আম্বাতি রাইডুরা।

তবে স্টোকস, বাটলারদের অনুপস্থিতিতে রাজস্থানের শিবিরে যে লড়াই করার মতো ক্রিকেটার নেই তা কিন্তু বলা যাবে না। কলকাতা নাইট রাইডার্স থেকে রবিন উথাপ্পা গিয়ে যোগ দিয়েছেন ওপেনিংয়ে। মিডলঅর্ডারে আছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। বোলিংয়ে জোফরা আর্চার টম কুরান। দেখা যাক, লড়াই শেষে কাদের মুখে হাসি ফোটে।

বিজ্ঞাপন

দুদলের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, মুরালি বিজয়, ফাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, পিয়ুষ চাওলা, দ্বীপক চাহার ও লুঙ্গি এনগিডি।

রাজস্থান রয়্যালস: রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), ইয়াশভি জায়সয়াল, সাঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, রায়ান পরাগ, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাট, বরুন অ্যারন ও টম কুরান।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর