কোহলির বেঙ্গালুরুর শুভ সূচনা
২২ সেপ্টেম্বর ২০২০ ০০:৫২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৩
প্রতিবার শক্ত দল গড়লেও এখন অবদি আইপিএল শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অধরা শিরোপার খোঁজে ১৩তম আইপিএলের সূচনাটা অবশ্য দারুণই হলো বিরাট কোহলির দলের। করোনাকালের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজ ১০ রানে হারিয়েছে বেঙ্গালুরু।
দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৬৩ রান তোলে দলটি। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর কুলিয়ে উঠতে পারেনি হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ২ বল আগে ১৫৩ রানে গুটিয়ে গেছে ডেভিড ওয়ার্নারের দল।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বেঙ্গালুরুর শুরুটা খুব একটা ভালো হয়নি। শুরুতে ঘনঘন উইকেট হারায়নি অবশ্য, তবে টি-টোয়েন্টির বিচারে বলের সঙ্গে পাল্লা দিয়ে রানও তুলতে পারেননি অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলিরা। ১৬ ওভার শেষে বেঙ্গালুরুর রান ছিল ১২৪।
তারপরও কোহলিদের সংগ্রহ একশ ষাট পেরিয়েছে এবি ডি ভিলিয়ার্সের কারণে। দক্ষিণ আফ্রিকা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বছর দেড়েক হলো। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অনেক দিন ধরেই ডাকছে ‘ফিরে আসো ডি ভিলিয়ার্স’। কেন তাকে বারবার জাতীয় দলে ডাকা হচ্ছে সেটা দেখালেন ভিলিয়ার্স।
চারে নেমে ৩০ বলে ৪ চার ২ ছয়ে ৫১ রানের দারুণ একটা ইনিংস খেলে বেঙ্গালুরুকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা। ওপেনার দেভদুত পাদিকার ৫৬ রান করতে খেলেছেন ৪২ বল। এছাড়া অ্যারন ফিঞ্চ ২৭ বলে ২৯ ও বিরাট কোহলি ১৩ বলে ১৪ রান করেন।
পরে জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারিয়ে বসে হায়দ্রাবাদ। তবে অপর তারকা ওপেনার জনি বেয়ারস্টো খেলেছেন দুর্দান্ত একটা ইনিংস। হায়দ্রাবাদের হয়ে মিডল ও মিডল লোয়ার অর্ডারে কেউ দাঁড়িয়ে যেতে পারলে হয়তো ইংলিশ ওপেনারই ম্যাচ সেরা হতেন! ৪৩ বলে ৬ চার ২ ছয়ে ৬১ রান করেন বেয়ারস্টো। তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারল না বলেই ম্যাচ হারতে হয়েছে হায়দ্রাবাদকে।
৩৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন মানিশ পান্ডে। এছাড়া হায়দ্রাবাদের পক্ষে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল প্রিয়াম গার্জ। ১৯.৪ ওভারে ১৫৩ রানে গুটিয়ে গেছে হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন স্পিনার যুগবেন্দ্রন চাহাল। এছাড়া নাভদীপ সাইনি ও শিভম দুবে দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।