ম্যানচেস্টার সিটি শিবিরে করোনার হানা
২১ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। বাংলাদেশ সময় আজ রাাত সোয়া ১টায় প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচটা খেলতে নামবে ম্যানসিটি। তার কয়েক ঘণ্টা আগে এক বিবৃতিতে গুন্দোয়ানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ করেছে ইংলিশ ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘করোনা আক্রান্ত হয়েছেন গুন্দোয়ান। ইংল্যান্ড সরকার ও প্রিমিয়ার লিগের স্বাস্থ্যবিধি আইন অনুযায়ী গুন্দোয়ানকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’
তবে ম্যানচেস্টার সিটির ম্যাচ অবশ্য ঠিক সময়েই হচ্ছে। লিগের প্রথম ম্যাচে আজ উলভসের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।
উল্লেখ্য, সিটির শিবিরে এর আগেও করোনার হানা দিয়েছিল। ক্লাবটির দুই ফুটবলার রিয়াদ মহারেজ ও এমেরিক লাপোর্ত করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। এই দুজনের মধ্যে মাহরেজ পুরোপুরি সুস্থ। আজকের ম্যাচে খেলারও কথা রয়েছে তার। তবে লাপোর্তকে পেতে আরও কদিন অপেক্ষা করতে হবে গার্দিওলাকে।