Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে কোহলির অপূর্ণতা ঘোচানোর মিশন


২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪০

গত তিন চার বছর ধরেই বিরাট কোহলিকে বিশ্বের সেরা ক্রিকেটার মনে করা হচ্ছে। অধিনায়ক হিসেবেও দারুণ সাফল্য পাচ্ছেন ভারতীয় তারকা। ইতোমধ্যেই ভারতকে সবচেয়ে বেশি টেস্ট জেতানো অধিনায়ক বনে গেছেন তিনি। তার নেতৃত্বে ভারত ওয়ানডেতে ৭১.৮৩ শতাংশ ম্যাচ জিতেছে। কিন্তু একটা জায়গায় কোহলি বড্ডই বিবর্ণ! এখনো আইপিএল শিরোপার স্বাদ পাননি বিশ্বসেরা ক্রিকেটারটি।

ব্যক্তিগতভাবে আইপিএলেও সফল কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আগের ১২টি মৌসুম খেলে ৫ হাজার ৪১২ রান করেছেন, টুর্নামেন্টের ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রান। বেঙ্গালুরু প্রতি মৌসুমে দলও গড়েছে হাই-প্রোফাইল। তবুও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি কোহলির। অধরা শিরোপার প্রত্যাশায় ১৩তম আইপিএলে আজ প্রথম ম্যাচ খেলতে নামছে কোহলির বেঙ্গালুরু, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ।

বিজ্ঞাপন

এবারও দুর্দান্ত দল গড়েছে বেঙ্গালুরু। অতীতে ফ্র্যাঞ্চাইজিটি বরাবরই ব্যাটিং শক্তিশালী দল গড়তে চেয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিরাট কোহলির সঙ্গে ডি ভিলিয়ার্স আগে থেকেই ছিলেন। এবার অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে কিনে এনেছে দলটি। তাদের সঙ্গে ছোট ঝড় তোলার জন্য ক্রিস মরিচ, মঈন আলীর মতো অলরাউন্ডারও আছেন। কোহলির এই দলটা শিরোপার আক্ষেপ ঘুচাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

তবে আজ নিজেদের প্রথম ম্যাচেই কোহলিদের যে বড় পরীক্ষায় পড়তে হচ্ছে তা অনেকটা নিশ্চিত। গত দুই তিন আসরের মতো হায়দ্রাবাদ এবারও দারুণ ব্যালেন্স টিম গড়েছে। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার জনি বেয়ারস্টোকে এনেছে তারা। মোহাম্মদ নবী, মানিশ পান্ডের মতো ক্রিকেটার আছেন ব্যাটিং অর্ডারে। আর বোলিং আক্রমণে ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদদের সঙ্গে রশিদ খান। অনেকদিন ধরেই যাবে টি-টোয়েন্টি বিশ্বসেরা স্পিনার মনে করা হচ্ছে। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সারে ৮টায়।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

দুদলের সম্ভাব্য একাদশ-

সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, বিজয় শঙ্কর, বিরাট সিং, আব্দুল সামাদ, মোহাম্মদ নবি, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও সন্দীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ, দেভদুত পাডিকার, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), মঈন আলী, শিভম দুবে, ক্রিস মরিচ, ওয়াসিংটন সুন্দর, উমেশ যাদব, নাভদ্বীপ সাইনি ও যুগবেন্দ্রন চাহাল।

আইপিএল ২০২০ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর