Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা পুনরুদ্ধারে উলভসের বিপক্ষে লিগ শুরু ম্যানসিটির


২১ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩০

লিভারপুলের অতিমানবীয় পারফরম্যান্সে ২০১৯/২০ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হয় ম্যানচেস্টার সিটির। তবে নতুন মৌসুমে নতুন করে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে মাঠে নামছে পেপ গার্দিওলার দল। তবে মৌসুম শুরুর আগেই দুঃসংবাদ ঘিরে ধরেছে সিটিজেনদের ডেরা। দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে দুই মাস দলে পাচ্ছে না সিটিজেনরা। তবে তাকে ছাড়াই শিরোপার লক্ষ্যে লড়াই করতে প্রস্তুত গার্দিওলা।

বিজ্ঞাপন

উলভসের বিপক্ষে খেলতে নামলেই খেই হারিয়ে ফেলে গার্দিওলার দল। গেল মৌসুমে ঘরের মাঠ ইতিহাদ, উলভসের মাঠের দুই ম্যাচেই হেরে ছয় পয়েন্ট খুইয়েছে পেপ গার্দিওলার দল। আর শিরোপা হাতছাড়া করার মৌসুমে এই দুই ম্যাচ গুরুত্ব রেখেছে অপরিসীম। তবে এবার উলভসের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চান ম্যানসিটি বস। গেল মৌসুমে যে ভুল করেছেন তা থেকে শিক্ষা নিয়ে এবারের মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের মিশন সিটিজেনদের।

বিজ্ঞাপন

দল সাজাতে কাড়ি কাড়ি অর্থ খরচ করলেও রক্ষণটা এখনও সাজিয়ে উঠতে পারেননি গার্দিওলা। দুই ফুলব্যাক পজিশনের বিশ্বের অন্যতম সেরা চার ডিফেন্ডারকে কিনেছেন গার্দিওলা, তবে সেন্ট্রাল ডিফেন্সের দুই পজিশনে এখনও জোড়া খুঁজে পাননি। এমেরিক লাপোর্তের সঙ্গে কখনও জন স্টোন্স কখনো নিকোলা ওটামেন্ডি কিংবা কখনও ফার্নান্দিহোকেও খেলিয়ে চেষ্টা করেছেন। কিন্তু এখনও সেরা জুটি গড়তে পারেননি গার্দিওলা। এমন অবস্থায় তার চোখ পড়েছে নাপোলির কুলিবালির দিকে। তবে তাকে দলে ভেড়ানোর কাজটা কোনোভাবেই সেরে উঠতে পারছেন না এই স্প্যানিশ কোচ।

এমন অবস্থাতেই উলভসের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের যাত্রা শুরু করতে হচ্ছে গার্দিওলাকে। প্রিমিয়ার লিগ গত ১২ সেপ্টেম্বর মাঠে গড়ালেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলায় এক সপ্তাহ অতিরিক্ত বিশ্রাম পায় সিটিজেনরা। সেই বিশ্রামের পালা শেষ হয়েছে, এবার সময় প্রিমিয়ার লিগের যুদ্ধে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা।

এদিকে চলতি মৌসুম শেষ হলেও সিটিজেনদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি শেষ হবে পেপ গার্দিওলার। আর তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের কথাও ভাবছে সিটিজেন কর্তৃপক্ষ। কিন্তু গার্দিওলা মনে করছেন তাকে এই চুক্তি নবায়ন অর্জন করে নিতে হবে। আর এই লক্ষ্য নিয়েই রাতে উলভসের মোকাবিলা করবে সিটি।

দুই দলের শেষ ১১ বারের মুখোমুখি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির জয়ের সংখ্যা পাঁচ ম্যাচে আর উলভসের জয় তিনটিতে, ড্র হয়েছে বাকি তিনটি ম্যাচ। ম্যানসিটি প্রিমিয়ার লিগে আজ যাত্রা শুরু করলেও উলভস এর মধ্যেই খেলে ফেলেছে একটি ম্যাচ। স্টোক সিটির বিপক্ষের ম্যাচে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নুনো সান্তোসের দল।

দুই দলের সম্ভাব্য একাদশ:

ম্যানচেস্টার সিটি:

গোলরক্ষক: এডার মোরেয়াস।

রক্ষণভাগ: বেনজামিন মেন্ডি, নাথান একে, এরিক গার্সিয়া এবং কাইল ওয়াকার।

মধ্যমাঠ: ইয়াকি গুন্দোগান, রদ্রি এবং কেভিন ডি ব্রুইন।

আক্রমণভাগ: রহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল জেসুস এবং রিয়াদ মাহারেজ।

উলভারহ্যামটন ওয়ান্ডার্স (উলভস):

গোলরক্ষক: রুই প্যাট্রিসিও।

রক্ষণভাগ: উইলি বলি, কনর কোয়াদি এবং রোমেইন সাইস।

মধ্যমাঠ: অ্যাডাম ট্রাওরে, লেয়ান্দার ডেন্ডোঙ্কার, জাও মোতিনহো, পেড্রো নেতো এবং ফার্নাদো মারকাল।

আক্রমণভাগ: রাউল হিমিনেজ এবং ড্যানিয়েল পডেন্স।

২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি বনাম উলভস শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য