Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার গোল করা অবিশ্বাস্য অভিজ্ঞতা: সন


২১ সেপ্টেম্বর ২০২০ ১২:১০

মৌসুমের শুরুটা এভারটনের কাছে হেরে শুরু করে জোসে মোরিনহোর টটেনহাম হটস্পার্স। আর মৌসুমের প্রথম ম্যাচে হারের রাগটা যেন এদিন উগড়ে দিল সাউদাম্পটনের ওপর। দক্ষিণ কোরিয়ার হিউং মিন সনের ওপর এদিন যেন ফুটবল ঈশ্বর ভর করেছিলেন। গুণে গুণে এদিন চার চারবার বল জালে জড়িয়েছেন সন। আর তার থেকেও বড় আশ্চর্যর ব্যাপারটি হচ্ছে এই চারবারই সনের গোলের যোগানদাতা হ্যারি কেন। শেষ দিকে যদিও নিজেদের নামের পাশে একটি গোল যোগ করতে পেরেছিলেন কেন।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে এমন কীর্তি গড়তে পেরে বেশ উচ্ছ্বসিত এই এশিয়ান ফুটবলার। তাই তো ম্যাচ শেষে নিজের আবেগকে লুকানোর একদমই চেষ্টা করলেন না সন। সাউদাম্পটনের বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে জয়ের পর নিজেকে সম্মানিত মনে করছেন সন। তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য, প্রিমিয়ার লিগে চারটি গোল করা সত্যিই খুব আনন্দের এবং গৌরবের ব্যাপার।’

অবশ্য কেবল চার গোল করে নিজেকে নিয়েই কথা বলেননি সন। কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি কেনের প্রতি। কেননা তার চারটি গোলের সবক’টিতেই অবদান রেখেছিলেন কেন। চারটি গোলের অ্যাসিস্টে নাম ইংলিশ এই ফরোয়ার্ডেরই। তাই তো সন বলেন, ‘হ্যারি কেন না থাকলে আমি চারটি গোল করতে পারতাম না। সে দুর্দান্ত একজন খেলোয়াড়। চারটি অ্যাসিস্ট করা সহজ কোনো কথা নয়, আমার মতে সেই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারের দাবিদার।’

গেল পাঁচ মৌসুম ধরে এক সঙ্গেই খেলছেন এই দুই তারকা ফরোয়ার্ড। দলের হয়ে উল্লেখযোগ্য শিরোপা জয় করতে না পারলেও দলকে তলানি থেকে তুলে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দলে পরিণত করেছেন তারা। সন বলেন, ‘আমরা পাঁচ মৌসুম ধরে এক সঙ্গে খেলছি। আমরা জানি আমরা আসলে কেমন খেলি এবং কোন সময় কোথায় আমরা থাকব। তাই তো একে অপরকে খুঁজে নেওয়া মুশকিল হয়না।’

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ টটেনহাম্র হটস্পার্স স্পার্স বনাম সাউদাম্পটন হিউং মিন সন হ্যারি কেন'

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর