Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে জোকোভিচ, নাদালের বিদায়


২০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৮

ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতেই পারছেন না পুরুষ টেনিসের সাবেক শীর্ষ তারকা রাফায়েল নাদাল। গত অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে শিরোপা জিততে না পারা স্প্যানিশ তারকা ইউএস ওপেন থেকে ছিটকে পড়েছিলেন তৃতীয় রাউন্ডেই। ইতালিয়ান ওপেনেও শিরোপা জেতা হলো না নাদালের। কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে হেরে বাদ পরেছেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। তবে প্রত্যাশিত জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।

বিজ্ঞাপন

রোমে আর্জেন্টাইন তারকা দিয়েগো শয়ার্টসমানের বিপক্ষে ৬-২, ৭-৫ গেমে হেরেছেন নয়বার ইতালিয়ান ওপেন জেতা নাদাল। অপর ম্যাচে জোকোভিচও শঙ্কায় ফেলেছিলেন ভক্তদের। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতলেও র্যাঙ্কিংয়ের ৯৭ নম্বর খেলোয়াড় ডমিনিক কোয়েপফারের বিপক্ষে দ্বিতীয় সেটটা হেরে যান ৪-৬ ব্যবধানে। তবে দুই ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন জোকোভিচ। শেষ চারে নরওয়ের কাসপের রুদের মুখোমুখি হবে সার্বিয়ান তারকা।

বিজ্ঞাপন

এদিকে, এই ম্যাচেও রাগ ঝাড়তে দেখা গেছে জোকোভিচকে। কদিন আগে ইউএস ওপেনে লাইন জাজকে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। কাল একটি সার্ভিস গেমে হেরে যাওয়াতে ক্ষোভে র্যাকেট ফেঙে ফেলেন জোকার, ক্যারিয়ারে অতীতে যা অনেকবারই করেছেন সার্বিয়ান তারকা।

ম্যাচ শেষে ১৭ বার গ্র্যান্ড স্লামজয়ী তারকা বললেন, ‘এটি আমার ক্যারিয়ারে প্রথম বা শেষ র‌্যাকেট ভাঙা নয়। এভাবেই আমি মাঝেমধ্যে ক্ষোভ প্রকাশ করি। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য নিয়েও আমি একই রকম কাজ করছি।’

ইতালিয়ান ওপেন নোভাক জোকোভিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর