Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ মাঠে গড়াচ্ছে সিরি ‘আ’


১৯ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭

ইউরোপের জনপ্রিয় পাঁচ ফুটবল লিগের চারটি শুরু হয়েছে ইতোমধ্যেই। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ ওয়ানের দলগুলো দুই-তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগারও বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুরু হচ্ছে ইতালিয়ান সিরি ‘আ’।

ফিওরেন্টিনা ও তুরিনোর মধ্যকার ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মাঠে গড়াচ্ছে সিরি ‘আ’ লিগের নতুন মৌসুম। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ভেরোনার মুখোমুখি হবে রোমা। দ্বিতীয় ম্যাচটা শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে বিশ্ব স্তব্ধ হয়ে পড়লে সবার আগে বন্ধ হয়েছিল ইতালিয়ান সিরি ‘আ’। গত মার্চে ভাইরাসটি সবচেয়ে বেশি প্রকোপ দাগিয়েছিল ইতালিতেই। পরে অবশ্য পুনরায় শুরু হয়ে সিরি ‘আ’ লিগের গত মৌসুমের খেলা শেষ হয়েছে ভালোভাবেই। কিন্তু নতুন মৌসুম শুরু হতে লেগে গেলো অনেকটা সময়।

গত মৌসুমে সিরি ‘আ’ লিগের শিরোপা উঠেছিল জুভেন্টাসের শোকেসে। ৩৮ ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের পয়েন্ট ছিল ৮৩। সমান ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ছিল ৮২। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেলতে নামবে ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সাম্পদোরিয়া। করোনাকালের ফুটবলে স্বাভাবিকভাবেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দর্শকহীন জৈব সুরক্ষিত স্টেডিয়ামে।

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস সিরি 'আ' ২০২০